আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। মোহালিতে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বিরাট কোহলিকে ছাড়াই নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। ব্যক্তিগত কারণে, প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলবেন তিনি। সূর্যকুমার যাদব, মহম্মদ শামিরা চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। এবার বিরাটের জায়গায় কে খেলবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
তবে এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হল, ক্যাপ্টেন রোহিত শর্মার এই ফরম্যাটে ফেরত আসা। ২০২২-এর টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর টি২০তে ভারতের জার্সি পরে দেখা যায়নি রোহিতকে। এবার আফগানদের বিরুদ্ধে তিনি কেমন খেলেন সেটাই দেখতে মুখিয়ে ভারতের ফ্যানরা। তাঁর সঙ্গে ওপেন করতে নামবেন যশস্বী জয়সওয়াল। এমনটাই জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
তিন নম্বরে ব্যাট করতে নামবেন শুভমন গিল। চার নম্বরে ব্যাট করতে পারেন তিলক ভর্মা। এরপর পাঁচ নম্বরে আসবেন রিঙ্কু সিং। এরপর কে আসবেন। মানে দলে কে সুযোগ পাবেন? বিকল্প হিসেবে রয়েছে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। দুই জনই উইকেটকিপার ব্যাটার। আবার জিতেশ বেশকিছু দিন ধরেই ভারতীয় দলে খেলছেন। সে কারণে সঞ্জুর থেকে কিছুটা হলেও এ ব্যাপারে এগিয়ে জিতেশ। অন্যদিকে আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে স্যামসন আবার সেঞ্চুরিও করেছেন।
আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আভেশ খান ভারতের পেস-বোলিং-এর এই তিন তারা থাকছেন। অক্ষর প্যাটেল একমাত্র স্পিন-বোলিং অল-রাউন্ডার হিসাবে খেলবেন। বোলার রবি বিষ্ণোই আর অভিজ্ঞ কুলদীপ যাদবের মধ্যে কে খেলেন সেটাই এখন দেখার।
ভারত: রোহিত শর্মা (সি), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (ডব্লিউকে), অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার, আভেশ খান।
আফগানিস্তান: ইব্রাহিম জাদরান (সি), রহমানুল্লাহ গুরবাজ (ডব্লিউকে), নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, মহম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, নবীন-উল-হক, নূর আহমদ, কায়েস আহমেদ।