scorecardresearch
 

IND vs AUS Rohit Sharma KL Rahul: দুরন্ত কেএল-যশস্বী, বুমরার আগুনে কাপ্তানি, রোহিত খেলবেন কোথায়?

ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় ওপেন করতে এসেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসের পাশাপাশি দ্বিতীয়ই নিংসেও দারুণ ব্যাট করেছেন রাহুল। আর সেই কারণেই ট্রেন্ডিং-এ চলে এসেছেন রোহিত। তবে কেন হঠাৎ ম্যাচ ছেড়ে রোহিতের দিকে মন দিলেন নেটিজেনরা? 

Advertisement
রোহিত শর্মা, কেএল রাহুল ও জয়সওয়াল রোহিত শর্মা, কেএল রাহুল ও জয়সওয়াল

ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় ওপেন করতে এসেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসের পাশাপাশি দ্বিতীয়ই নিংসেও দারুণ ব্যাট করেছেন রাহুল। আর সেই কারণেই ট্রেন্ডিং-এ চলে এসেছেন রোহিত। তবে কেন হঠাৎ ম্যাচ ছেড়ে রোহিতের দিকে মন দিলেন নেটিজেনরা? 

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে (২৩ নভেম্বর) স্টাম্প পর্যন্ত, ভারতীয় দল তার দ্বিতীয় ইনিংসে কোনো হার ছাড়াই ১৭২ রান করেছে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে দারুণ জুটি বেঁধেছিলেন রাহুল। ১৭৬ বলে ৭৭ রানের ইনিংস খেলা শুধু নয়, দুরন্ত ফর্মে থাকা জয়সওয়ালকেও দারুণ সঙ্গ দিয়ে ওপেনিং জুটিতেই ওঠে ২০১ রান। শেষ অবধি ২৯৭ বলে ১৬১ রানে আউট হল ভারতের আরও এক ওপেনার। তাঁর ইনিংসে ছিল ১৫টা চার ও ৩টে ছক্কা।  

এই ম্যাচে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ১৫০ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০৬ রান করে। অর্থাৎ প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল ৪৬ রানের লিড পেয়েছে। এই ম্যাচের প্রথম দিনেই পড়েছিল ১৭ টি উইকেট। দ্বিতীয় দিনের খেলায় মাত্র তিন উইকেট পড়েছিল। ভারতীয় ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালের প্রশংসা না করেই যথেষ্ট। দু'জনই খারাপ বলে রান করেছেন, পাশাপাশি ভালো বলকে সম্মান দেখিয়েছেন।

পারথ টেস্টে কেএল রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সের পর, ভক্তদের মনে বড় প্রশ্ন হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের টেস্টে ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন কী হবে। আসলে, ২৪ নভেম্বর পারথে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ফেরার পর অ্যাডিলেড টেস্টে (৬-১০ ডিসেম্বর) রাহুল ওপেন করবেন কিনা সেটাই দেখার। এক ভক্ত মজা করে বলেছেন যে রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সের পরে, রোহিত শর্মা দ্বিতীয় টেস্টের বাইরে থাকতে পারেন। এক ভক্ত পরামর্শ দিয়েছিলেন যে রোহিতকে টেস্টে ছয় নম্বরে ব্যাট করা উচিত।

পারথ টেস্টে ভারতের প্লেয়িং 11: কেএল রাহুল, যশস্বী জয়সও য়াল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মোহাম্মদ সিরাজ। 

পারথ টেস্টে অস্ট্রেলিয়ার প্লেয়িং 11: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজলউড।

Advertisement