বিশ্বকাপের আগে ভারতীয় দলের সমস্যা বাড়াচ্ছে তাঁদের ফিল্ডিং। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও দেখা গেল একই দৃশ্য। সহজ রান আউট মিস করেন কেএল রাহুল। উইকেটের পেছনে সাধারণত দাঁড়ান না রাহুল। তবে দলের স্বার্থে দাঁড়াচ্ছেন।
বল এক্সট্রা কভারের দিকে ঠেলে দেন লাবুশেন। রান নেওয়ার জন্য রওনা হন। কিন্তু উল্টোদিকে থাকা গ্রিনের কাছ থেকে কোনো সাড়া পাননি তিনি। অজি ব্যাটার অর্ধেক চলে এসেছিলেন। থ্রোটিও রাহুলের দিকে যায়। তখনও অনেক দূরে লাবুশেন। সেই থ্রো ধরতেই পারেননি রাহুল। ফলে লাবুশেনের ফিরে আসতে সমস্যা হয়নি। শুধু একবার নয়, এর আগেও মহম্মদ শামি ও জসপ্রীত বুমরার স্যুইং হতে থাকা বল ধরতে সমস্যায় পড়তে হয় রাহুলকে। বেশ কয়েকবার এক বারে হাতে বল ধরতে পারেননি তিনি। এর জেরেই প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন।
ক্যাচ ফেলেন ভারতের আরও এক তারকা শ্রেয়াস আইয়ারও। মিড অফে ক্যাচ ধরতে ব্যর্থ হন শ্রেয়াস। বাম দিকে ঝাঁপালেও ক্যাচ ধরতে পারেননি তিনি। ওয়ার্নার আউট হয়ে যেতেন অনেক আগেই। বলটা হাওয়ায় খেলে দেন অজি ওপেনার। পিচ কিছুটা স্লো হওয়ায় ক্যাচ উঠে যায়। তবে কাজের কাজটা করতে পারেননি শ্রেয়াস।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি এক দিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব এবং হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘আমরাবল করব। এই মাঠে রান তাড়া করে জয়ের রেকর্ড বেশি। কিছু জায়গা দেখে নিতে হবে বিশ্বকাপের আগে। সেগুলো ঠিক হয়ে গেলে দল হিসাবে আমরা অনেক ভাল জায়গায় পৌঁছে যাব। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে খেলাটা বড় চ্যালেঞ্জ।‘
দুই দলে কারা?
ভারতীয় দল: শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক/অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, ম্যাথিউ শর্ট, প্যাট কামিন্স (সি), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা।