scorecardresearch
 

India vs Australia 1st ODI Live Update: এশিয়া কাপের পরেও দুরন্ত ছন্দে ভারত, ৫ উইকেটে অজিদের হারালেন রাহুলরা

প্রথম একদিনের ম্যাচে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল। দলে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement
রুতুরাজ ও গিল রুতুরাজ ও গিল

প্রথম একদিনের ম্যাচে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল। দলে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন।

জিতে গেল  ভারত

শেষদিকে সূর্যকুমারের উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি ভারতীয় দলের। ৮ বল বাকি থাকতেই জয় ভারতের।

দারুণ ছন্দে রাহুল-সূর্য

ভারতীয় ইনিংসে ৪২.৩ ওভারের খেলা শেষ হয়েছে। ভারতের স্কোর বর্তমানে চার উইকেটে ২৩৬ রান। কেএল রাহুল ৩৪ রানে এবং সূর্যকুমার যাদব ৩৩ রানে খেলছেন।

আউট ইশান

আপার কাট খেলতে গিয়ে আউট ইশান। ১৮৫ রানে ৪ উইকেট হারাল ভারত। উইকেট কামিন্সের। ১৮ রান করে আউট ইশান।

৩ উইকেট হারাল ভারত

তৃতীয় ধাক্কা টিম ইন্ডিয়ার। শুভমান গিলকে বোল্ড করেন অ্যাডাম জাম্পা। গিল ৬৩ বলে ৭৪ রান করেন, যার মধ্যে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। ভারতের স্কোর ২৬ ওভারে তিন উইকেটে ১৫৬ রান।

ব্যর্থ শ্রেয়াস

রান আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার (১৩ রান)। ভারতের স্কোর ২৩.৪ ওভারে দুই উইকেটে ১৪৮ রান। কেএল রাহুল ০ ও শুভমান গিল ৭২ রানে খেলছেন।
 

আউট রুতুরাজ

প্রথম ধাক্কা খেল ভারত। রুতুরাজ গায়কওয়াড আউট হলেন। আউট করেন অ্যাডাম জাম্পা। ঋতুরাজ ৭৭ বলে ৭১ রান করে আউট হন। ভারতের স্কোর ২১.৪ ওভারে এক উইকেটে ১৪২ রান।

হাফ সেঞ্চুরি রুতুরাজের

গিলের পর রুতুরাজ গায়কওয়াডও ৫০ করে ফেললেন। সাতটি চারের সাহায্যে ৬০ বলে ৫০ করেন ঋতুরাজ। ভারতের স্কোর ১৭.৪ ওভারে বিনা উইকেটে ১১২ রান।
৫০ গিলের

হাফ সেঞ্চুরি করেছেন শুভমান গিল। গিল তার অর্ধশতরান করেন ৩৭ বলে, যার মধ্যে রয়েছে পাঁচটি চার ও দুটি ছক্কা। ১৪ ওভারের পর ভারতের স্কোর কোন উইকেট ছাড়াই ৯৫ রান।

Advertisement

১৩ ওভার শেষ

ভারতীয় ইনিংসে ১৩ ওভারের খেলা শেষ হয়েছে। বর্তমানে ভারতের স্কোর কোনো উইকেট ছাড়াই ৮৩ রান। শুভমান গিল ৪২ রানে এবং রুতুরাজ গায়কওয়াড ৩৯ রানে খেলছেন।

৫০ করে ফেলল ভারত

৫০ রান করে ফেলল ভারতীয় দল। এখন পর্যন্ত ৮.৪ ওভার খেলা হয়েছে। শুভমান গিল ৩০ রানে এবং রুতুরাজ গাকওয়াড ২১ রানে খেলছেন।

দারুণ শুরু টিম ইন্ডিয়ার

দুই ওপেনার রুতুরাজ ও গিল দারুণ ছন্দে। ৬.১ ওভারের পর ভারতের স্কোর ৪২ রান। উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ২৫ ও রুতুরাজ গায়কোয়াড় ১৬ রানে খেলছেন।

২৭৭ রান করতে হবে ভারতকে

জিততে গেলে ভারতকে ২৭৭ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দল ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৬ রান করে।ডেভিড ওয়ার্নার ৫২ ও জশ ইঙ্গলিস ৪৫ রান করেন। স্টিভ স্মিথ ৪১ রান এবং ল্যাবুসচেন ৩৯ রান করেন। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। বুমরা, অশ্বিন ও জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।

৫ উইকেট শামির

পঞ্চম উইকেট শামির। তাঁর বলে বোল্ড হন শন অ্যাবট। অস্ট্রেলিয়ার স্কোর ৪৯ ওভারে ৯ উইকেটে ২৬৩ রান।

আট উইকেট হারাল অজিরা

অষ্টম ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। মহম্মদ শামি ম্যাথিউ শর্টকে আউট করেন। ক্যাচ নেন সূর্যকুমার যাদব। ৪৮.২ ওভারের পর অস্ট্রেলিয়ার স্কোর আট উইকেটে ২৫৪ রান।

উইকেট বুমরার

সপ্তম ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরা আউট করলেন হোসে ইঙ্গলিসকে। শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দেন তিনি। ইংলিস ৪৫ রান করেন, যার মধ্যে তিনটি চার ও দুটি ছক্কা ছিল।

আবার উইকেট হারাল অস্ট্রেলিয়া

ষষ্ঠ ধাক্কা খেল অস্ট্রেলিয়া। মহম্মদ শামির বলে বোল্ড হন মার্কাস স্টোইনিস। ৪৬.৪ ওভারের পর স্কোর ছয় উইকেটে ২৪৮ রান।

৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া

পঞ্চম ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ৩১ রান করে রানআউট হয়েছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার স্কোর ৪০ ওভারে পাঁচ উইকেটে ১৮৭ রান।

২৮ ওভার শেষ

৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে অস্ট্রেলিয়া।

আউট স্মিথ

আবার উইকেট নিলেন শামি। এবার আউট স্মিথ। ১১২ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

২১ ওভার শেষ

২ উইকেটে ১১১ রান অস্ট্রেলিয়ার।

আউট ওয়ার্নার

১০৫ রানে ২ উইকেট হারাল অজিরা ১০০ পেরল অস্ট্রেলিয়া। 

৫০ রানের জুটি

উইকেটে জমে যাচ্ছেন ওয়ার্নার-স্মিথ, ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুললেন তাঁরা। ১ উইকেটে ৫০ পেরল অজিরা। 

৬ ওভার শেষ

১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৬। উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ।

৩ ওভার শেষ

আগুন ঝড়াচ্ছেন শামি ও বুমরা। ৩ ওভারে ৯ রানে ১ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

আউট মিশেল মার্শ

প্রথম ওভারেই উইকেট। মিশেল মার্শকে আউট করলেন শামি। ৪ রানে প্রথম উইকেট হারাল অজিরা। প্রথম স্লিপে ক্যাচ নিলেন শুভমন গিল।

দুই দলে কারা?

ভারতীয় দল: শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক/অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মহম্মদ শামি।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, ম্যাথিউ শর্ট, প্যাট কামিন্স (সি), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা।

Advertisement

টসে জিতল ভারত

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারতের। দলে জাউগা পেলেন শামি, অশ্বিন। 

Advertisement