আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম ম্যাচে হয়ত খেলবেন না ভারতীয় দলের (Team India) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, এবার সেই গুঞ্জন এখনও অব্যহত। কারণ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখনও জানেন না প্রথম টেস্টে ক্যাপ্টেনকে পাওয়া যাবে কিনা। ইতিমধ্যেই ভারতীয় দলের বেশকিছু ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সেই দলে ছিলেন না রোহিত। এখন প্রশ্ন হল, রোহিত না থাকলে প্রথম টেস্টে ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবেন?
রোহিত না খেললে ক্যাপ্টেন কে হবেন?
রোহিতের জায়গায় প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি করবেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অতীতে ২০২২ সালে ইংল্যান্ডে রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে বুমরার। এছাড়া দলে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রয়োজনে তিনি তাঁর থেকেও সাহায্য নিতে পারেন। ফলে অজিভূমে নেতৃত্ব দিতে ভারতের তারকা বোলারের কোনও সমস্যা হবে না বলেই মনে করেন রিকি পন্টিং। তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে বুমরা টেস্ট খেলছে। ওর অভিজ্ঞতা যথেষ্ট। নেতৃত্বের দায়িত্ব সামলানোর পাশে একজন জোরে বোলার হিসেবে কখন বল করতে হবে, আর কখন বিশ্রামে থাকতে হবে- ভালোই জানে ও। তাছাড়া বুমরার পাশে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বীন, ঋষভ পান্তদের মতো অভিজ্ঞরাও থাকবে। তাই আমার মনে হয়, বুমরাকে দায়িত্ব দেওয়াটা খারাপ হবে না ভারতীয় দলের জন্য।’
রোহিতকে নিয়ে কী বললেন গম্ভীর?
রোহিত শর্মা কি প্রথম টেস্টে খেলছেন? প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর জানালেন, 'রোহিত শর্মার বিষয়টা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আশা করছি তাঁকে পাওয়া যাবে। সিরিজ শুরুর আগেই পুরোটা জেনে যাবেন। যদি রোহিত শর্মাকে খেলানো না যায়, সেক্ষেত্রে আমাদের অল্টারনেট ওপেনার হিসাবে কে এল রাহুল এবং অভিমন্যু ঈশ্বরনের জুটি রয়েছে। প্লেয়িং ইলেভেন সম্পর্কে বলতে পারছি না। তবে আমরা সেরা কম্বিনেশন নিয়েই নামব। সহ-অধিনায়ক বুমরাহ। তাই রোহিতের অনুপস্থিতির ক্ষেত্রে তিনিই অধিনায়ক হবেন।'