scorecardresearch
 

India vs Australia 2nd Test: রোহিত দলে ফিরলে কার 'কুরবানি'? নজরে প্রস্তুতি ম্যাচ

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ঝড় তুলেছে ভারতীয় দল। পারথে প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা না থাকলেও প্যাট কামিন্সদের ২৯৫ রানে উড়িয়ে অভিযান শুরু করা গৌতম গম্ভীরদের সামনে এখন দল বাছাই করাই কঠিন কাজ। কারণ প্রথম টেস্টে না খেললেও অ্যাডিলেডে দিন রাতের টেস্টে ফিরছেন হিটম্যান ও শুভমন গিল। তাঁদের জায়গা দিতে হলে কাদের বাদ দেবে টিম ম্যানেজমেন্ট? টপ অর্ডার প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত।

Advertisement
ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা।
হাইলাইটস
  • দ্বিতীয় টেস্টে ফিরছেন রোহিত
  • দিন রাতের টেস্টে দলে বদল

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ঝড় তুলেছে ভারতীয় দল। পারথে প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা না থাকলেও প্যাট কামিন্সদের ২৯৫ রানে উড়িয়ে অভিযান শুরু করা গৌতম গম্ভীরদের সামনে এখন দল বাছাই করাই কঠিন কাজ। কারণ প্রথম টেস্টে না খেললেও অ্যাডিলেডে দিন রাতের টেস্টে ফিরছেন হিটম্যান ও শুভমন গিল। তাঁদের জায়গা দিতে হলে কাদের বাদ দেবে টিম ম্যানেজমেন্ট? টপ অর্ডার প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত।

কারা বাদ পড়তে পারেন?
যে অ্যাডিলেড টেস্টের আগে, ভারতীয় দলকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলবে। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এতে, অধিনায়ক রোহিত নিজেই ইনিংস শুরু করেন নাকি কেএল রাহুল শুরু করেন তা দেখতে হবে। এই অনুশীলন ম্যাচের পর ভারতীয় দলের প্লেয়িং-১১ও পরিষ্কার হয়ে যাবে। রোহিত বা রাহুল তিন নম্বরে ব্যাট করবেন কিনা তাও নির্ভর করবে শুভমান গিল ফিট কি না তার উপর। গিল ফিট না হলে এই ম্যাচে তিন নম্বরে নামবেন রাহুল বা রোহিত। 

অভিজ্ঞরা মনে করেন যে রোহিত যদি এই সফরে মিডল অর্ডারে (৫ম বা ষষ্ঠ পজিশনে) ব্যাট করেন, তা ভারতীয় দলের জন্য আরও কার্যকর হবে। পারথে প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে ওপেন করতে পাঠানো হয় রাহুলকে। দুই ইনিংসেই ২৬ ও ৭৭ রান করে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

বাদ পড়তে পারেন জুরেল
দলের বাইরে থাকতে হতে পারে ধ্রুব জুরেলকে। গত ৫ বছর ধরে টেস্টে ইনিংস ওপেনিং করা রোহিতও সেরা ফর্মে নেই। শেষ ৫ টেস্টে তাঁর ব্যাট টেকে রান আসেনি। যদিও এই সব ম্যাচই ব্যাটিংয়ের জন্য কঠিন পিচে খেলা হয়েছে। টেস্ট সিরিজের ঠিক আগে, WACA-তে অনুশীলনের সময় শুভমন গিলের আঙুল ভেঙে যায়। এ কারণে প্রথম টেস্ট খেলা হয়নি তার। এখনও নেটে অনুশীলন শুরু করেননি তিনি। গিল যদি দ্বিতীয় টেস্টের জন্য ফিট হন, তবে অধিনায়ক রোহিতের জন্য ধ্রুব জুয়েলকে প্লেয়িং-১১ থেকে বাদ পড়তে হবে। তবে অ্যাডিলেড টেস্টে ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্পিন বোলিং বিভাগে কোনো পরিবর্তন আনে কি না সেটাও দেখার বিষয়। পারথে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিন বোলারদের জায়গায় সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

Advertisement

স্পিন বিভাগে পরিবর্তন আসতে পারে 
২০২১ সালেও, অ্যাডিলেডে গোলাপী বলের টেস্ট খেলা হয়েছিল, সেখানে অশ্বিন প্রথম ইনিংসে ৪৫ রানে ২ উইকেট নিয়েছিলেন। এর মধ্যে একটি দুর্দান্ত বলে স্টিভ স্মিথের উইকেটও তুলে নেন তিনি। বর্তমান অবস্থার দিকে তাকালে অ্যাডিলেডের পিচ স্পিনারদের জন্য খুব একটা সহায়ক হবে না। অন্যদিকে, বিদেশের মাটিতে ভাল ব্যাট করতে পারায় জাদেজাকে, অশ্বিনের চেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ওয়াশিংটনকে তার চেয়ে টেকনিক্যালি ভাল বলে মনে করা হয়। পারথে বিরাট কোহলির সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে দলের লিডকে ৫০০ র বেশি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

Advertisement