scorecardresearch
 

India vs Australia U19 World Cup Final: বিশ্বকাপ ফাইনালে ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্বপ্নভঙ্গ ভারতের, ৭৯ রানে হার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে  রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। অস্ট্রেলিয়া দলের শুরুটা ভালো না হলেও শুরুতেই আউট হন স্যাম কনস্টাসের। ০ রানেই রাজ লিম্বানির বলে আউট হন কনস্ট্যান্স। এরপর অধিনায়ক হিউ ওয়েগবেন ও হ্যারি ডিক্সন ৭৮ রানের জুটিতে ইনিংসের হাল ধরেন। এই দুই খেলোয়াড়কেই আউট করেন নমন তিওয়ারি।

Advertisement
অস্ট্রেলিয়া দল অস্ট্রেলিয়া দল
হাইলাইটস
  • ভারতের সামনে ২৫৪ রানের লক্ষ্য
  • টসে জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার
  • বিশ্বকাপ ফাইনালে ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্বপ্নভঙ্গ ভারতের, ৭৯ রানে হার
  • অজিদের ২৫৩ রানের জবাবে ৯ উইকেট খুইয়ে হারের মুখে টিম ইন্ডিয়া
  • অজিদের ২৫৩ রানের জবাবে ৮ উইকেট খুইয়ে হারের মুখে টিম ইন্ডিয়া
  • ৭  উইকেট খুইয়ে হারের মুখে টিম ইন্ডিয়া
  • ৬ উইকেট হারিয়ে ১০০ পেরল ভারত, হারের মুখে টিম ইন্ডিয়া
  • ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান, বিরাট চাপে টিম ইন্ডিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে ২৫৪ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া (India VS Australia U-19 World Cup)। গত বছর সিনিয়র বিশ্বকাপে দারুণ ছন্দে থাকলেও ফাইনাল ম্যাচে অজিদের বিরুদ্ধে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মাদের (Rohit Sharma)। সেই দিনের বদলা নিতে নেমেছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

৩ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। ২৫৪ রান তাড়া করা এই মঞ্চে একেবারেই সহজ কথা নয়। তবে আদর্শ সিং ও মুসির খান উইকেটে দাঁড়িয়ে জুটি গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে মুসির আউট হয়ে যাওয়ায় সমস্যা আরও বেড়ে গেল ভারতীয় দলের। ২২ রান করে আউট মুসির।  

রবিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। অস্ট্রেলিয়া দলের শুরুটা ভালো না হলেও শুরুতেই আউট হন স্যাম কনস্টাসের। ০ রানেই রাজ লিম্বানির বলে আউট হন কনস্ট্যান্স। এরপর অধিনায়ক হিউ ওয়েগবেন ও হ্যারি ডিক্সন ৭৮ রানের জুটিতে ইনিংসের হাল ধরেন। এই দুই খেলোয়াড়কেই আউট করেন নমন তিওয়ারি।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া ৯৯ রানে তিনটি উইকেট হারায়, সেখান থেকে ভারতীয় বংশোদ্‌ভূত খেলোয়াড় হারজাস সিং এবং রায়ান হিকস মিলে ৬৬ রান যোগ করেন। হিকসকে আউট করেন ফাস্ট বোলার রাজ লিম্বানি। যেখানে স্পিনার সৌমি পান্ডের শিকার হন হারজাস সিং। রাফে ম্যাকমিলানও বিশেষ কিছু করতে পারেননি। ফাইনাল ম্যাচে ভারতীয় দলের প্লেয়িং-১১-এ কোনো পরিবর্তন করেনি। অন্যদিকে টম ক্যাম্পবেলের জায়গায় চার্লি অ্যান্ডারসনকে সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছিল ভারত। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া।

Advertisement

রবিবার ভারতের হয়ে দারুণ বল করেন রাজ লম্বানি। তিনি ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৯ ওভারে ৫৬ রান দিয়ে  মুশের খান ৯ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন। স্বামী পান্ডে ১০ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। ভাল বল করলেও উইকেট পাননি মুরুগান অভিষেক। ১০ ওভারে ৩৭ রান করেন তিনি। 

ভারতের প্লেয়িং-১১: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধাস, আরাভেলি অবনীশ (উইকেটরক্ষক), মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি, সৌমি পান্ডে।

অস্ট্রেলিয়ার একাদশ: হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউ ওয়াবগেন (অধিনায়ক), হারজাস সিং, রায়ান হিকস (উইকেটরক্ষক), অলিভার পিক, রাফে ম্যাকমিলান, চার্লি অ্যান্ডারসন, টম স্ট্রেকার, মাহালি বিয়ার্ডম্যান, ক্যালাম ভিডলার।

Advertisement