scorecardresearch
 

India vs Australia: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও দলে নেই প্যাট কামিন্স, শাপে বর অস্ট্রেলিয়ার?

৯ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্ট। সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। দলে নেই অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ফলে অজি দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকবে স্টিভ স্মিথের (Steve Smith) হাতেই। ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় টেস্টেও দলে ছিলেন না কামিন্স। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন কামিন্স। 

Advertisement
প্যাট কামিন্স প্যাট কামিন্স
হাইলাইটস
  • চতুর্থ টেস্টে খেলতে পারবেন না কামিন্স
  • ৯ মার্চ থেকে শুরু হচ্ছে টেস্ট

৯ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্ট। সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Australia)। দলে নেই অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ফলে অজি দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকবে স্টিভ স্মিথের (Steve Smith) হাতেই। ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় টেস্টেও দলে ছিলেন না কামিন্স। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন কামিন্স। 

শুধু শেষ টেস্ট নয়, টেস্ট সিরিজের পর ইবুস্থিত হতে চলা একদিনের সিরিজেও তাঁকে পাওয়া জানে কিনা তাও বলা যাচ্ছে না। কামিন্সের নেতৃত্বে অজিরা প্রথম দুই ম্যাচে খেললেও দুটি ম্যাচই হেরে যায় তারা। অ্যারন ফিঞ্চের অবসরের পরে, প্যাট কামিন্সকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল। তৃতীয় টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বে নয় উইকেটে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে অজিরা। শেষ টেস্ট জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত। তবে একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দল বড় ধাক্কা খেয়েছে। হ্যামস্ট্রিংয়ের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন গাইল রিচার্ডসন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে নাথান এলিসকে।

আরও পড়ুন: কীভাবে কপিল দেব ডায়াবেটিস মুক্ত হয়েছিলেন? রইল...

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে দেখা যেতে পারে মহম্মদ শামিকে (Mohammad Shami)। ইন্দোর টেস্টে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল শামিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship)  যেতে হলে এই টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর সেই কারণেই তাঁকে ফের দলে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। 

আরও পড়ুন: 'মোনা ডার্লিং'-এর সঙ্গে রোম্যান্স সৌরভের, জানেন ডোনা?

আমেদাবাদ টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, ম্যাট কুহনম্যান, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথু রেনশ , মিচেল স্টার্ক, মিচেল সুইপসন

Advertisement

বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ
প্রথম টেস্ট - ভারত ইনিংস এবং ১৩২ রানে জিতেছে
দ্বিতীয় টেস্ট-  ৬ উইকেটে জিতেছে –
তৃতীয় টেস্ট- অস্ট্রেলিয়া ৯ উইকেটে জিতেছে
চতুর্থ টেস্ট- ৯ থেকে ১৩ মার্চ, আমেদাবাদ  

Advertisement