scorecardresearch
 

India vs Australia: নিজের নামের স্টেডিয়ামেই রোহিত-স্মিথের টক্কর দেখবেন মোদী, সঙ্গী বিশেষ অতিথি

আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ৯ মার্চ থেকে শুরু হতে চলা এই টেস্টের প্রথম দিন দর্শক আসনে নরেন্দ্র মোদীও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভেজিনি। রবিবারই ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ভারতে অনেক কর্মসূচীও রয়েছে তাঁর। 

Advertisement
নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • ৯ মার্চ শুরু চতুর্থ টেস্ট
  • দেখতে আসছেন প্রধানমন্ত্রী

আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ৯ মার্চ থেকে শুরু হতে চলা এই টেস্টের প্রথম দিন দর্শক আসনে নরেন্দ্র মোদীও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভেজিনি। রবিবারই ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ভারতে অনেক কর্মসূচীও রয়েছে তাঁর। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়েই নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে উপস্থিত হবেন ভারতের প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আমেদাবাদে স্টেডিয়াম। ২০১১ সালে মোতেরার স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এই স্টেডিয়াম এখন 'নরেন্দ্র মোদী স্টেডিয়াম' বলে পরিচিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া পৌঁছে গেলেও, ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলতে চায় রোহিত শর্মার দল। তবে তা করতে গেলে এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এই টেস্টে। দুই দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকায় এই টেস্ট ম্যাচ আলাদা মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।


 দুই দেশের প্রধানমন্ত্রী কোন সময় স্টেডিয়ামে আসবেন সে ব্যাপারে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমেদাবাদের স্টেডিয়ামে যাবেন। সেই কারণে সমস্ত ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে। সেই জন্যই ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট এর আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে মোতেরার স্টেডিয়াম।


ইতিমধ্যেই ভারত প্রথম দুটি টেস্ট জিতে সিরিজের দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে। এখান থেকে সিরিজ হারার কোন সম্ভাবনা নেই ভারতীয় দলের।  তবুও এই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করার পাশাপাশি সিরিজ নিজেদের পকেট এ পুরতে চায় রোহিত বাহিনী।

Advertisement