scorecardresearch
 

India vs Australia: বিরাট, রাহুল, সরফরাজের পর চোট আরও এক তারকার, প্রথম টেস্টে কেমন হবে ভারতের দল?

বর্ডার ভাস্কার ট্রফির মাঝে চোট পেলেন আরও এক তারকা ক্রিকেটার। এবার চোট পেলেন শুভমান গিল। যারফলে পারথ টেস্টে তাঁর খেলা নিয়ে প্রশ্ন তৈরি হলো। শনিবার পারথে স্লিপে ফিল্ডিং করছিলেন শুভমান। সেই সময় একটি বল সরাসরি লাগে তাঁর আঙুলে। তবে কোন হাতের আঙুলে লেগেছে সেটা নিশ্চিত করে জানানো হয়নি।

Advertisement
টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই) টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)

বর্ডার ভাস্কার ট্রফির মাঝে চোট পেলেন আরও এক তারকা ক্রিকেটার। এবার চোট পেলেন শুভমান গিল। যারফলে পারথ টেস্টে তাঁর খেলা নিয়ে প্রশ্ন তৈরি হলো। শনিবার পারথে স্লিপে ফিল্ডিং করছিলেন শুভমান। সেই সময় একটি বল সরাসরি লাগে তাঁর আঙুলে। তবে কোন হাতের আঙুলে লেগেছে সেটা নিশ্চিত করে জানানো হয়নি।


রিপোর্টে প্রকাশ, শুভমান গিল চোট পেয়েছেন। তবে তিনি পারথ টেস্টে খেলতে পারবেন কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি। হাতে যেহেতু সময় আছে তাই তাঁকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চাই্ছে না কেউ। বোর্ডের এক কর্তা বলেন, ‘শুভমান গিল চোট পেয়েছেন তবে তিনি প্রথম টেস্টে খেলবেন কি না সেটা বলার জন্য অনেক সময় আছে। আমাদের মেডিক্যাল টিম ওর দিকে নজর রাখছে।’ এর আগে কেএল রাহুল ও সরফরাজ খানও অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। চোট পেয়ে উদ্বেগ বাড়িয়েছিলেন বিরাট কোহলিও। 

বোর্ড সূত্রে খবর, কেএল রাহুলের স্ক্যান করা হয়েছে। এবং তাঁর স্ক্যানের রিপোর্টে সন্তোষজনক এবং তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেই। বিরাট কোহলির চোট নিয়ে আলোচনা উঠলেও তাঁর চোট নেই বলে নিশ্চিত করা হয়েছে। এই চোটের তালিকা ক্রমশ বাড়ছে। নেটে ব্যাটিংয়ের সময় কনুইতে প্রথম চোট পান সরফরাজ় খান। এরপর প্রস্তুতি ম্যাচের সময় কনুইতে চোট পান কেএল রাহুল। দু’জনেই ব্যাট করার সময় শর্ট বলে চোট পান। আর এবার ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন শুভমান।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

Advertisement

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

ভারতের অস্ট্রেলিয়া সফর (নভেম্বর ২০২৪ - জানুয়ারি ২০২৫)
২২-২৬ নভেম্বর: প্রথম টেস্ট, পার্থ
৬-১০ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড
১৪-১৮ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, ব্রিসবেন
২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন
০৩-০৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি


 

Advertisement