scorecardresearch
 

India vs Bangladesh: বৃহস্পতিবার থেকে India vs Bangladesh টেস্ট, কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?

দীর্ঘ একমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। চেন্নাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে এই সিরিজে জিততে হবে রোহিত শর্মার দলকে। পরপর দুই বছর রানার্স হওয়ার পর এবার চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ রোহিত শর্মাদের। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে স্পিন অস্ত্রেই বাংলাদেশকে ঘায়েল করতে চাইছে টিম ইন্ডিয়া। 

Advertisement
ভারত-বাংলাদেশ ভারত-বাংলাদেশ

দীর্ঘ একমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। চেন্নাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে এই সিরিজে জিততে হবে রোহিত শর্মার দলকে। পরপর দুই বছর রানার্স হওয়ার পর এবার চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ রোহিত শর্মাদের। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে স্পিন অস্ত্রেই বাংলাদেশকে ঘায়েল করতে চাইছে টিম ইন্ডিয়া। 

কীভাবে দেখবেন এই ম্যাচ?
সকাল সাড়ে ন'টায় শুরু হবে এই ম্যাচ। সকাল ন'টায় টস। এই ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮, জিও সিনেমাতে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়। জিও ব্যবহারকারীরা তাই ফ্রিতেই দেখতে পাবেন এই ম্যাচ। 

এবার প্রশ্ন হল, ভারতীয় দলে কারা খেলবেন? বাংলাদেশ এতদিন অবধি বড় কিছু করতে পারেননি। তবে পাকিস্তান সিরিজে জেতার পর বেশ আত্মবিশ্বাসী। এমন অবস্থায় বাংলাদেশের জন্য বাড়তি হোম ওয়ার্ক করতে হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। একাধিক বিকল্প থাকলেও কাকে ছেড়ে কাকে খেলানো হবে সেটা এখন ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চিপকের ট্র্যাক বরাবরই স্পিন সহায়ক। ফলে এই পিচে রবিচন্দ্রন অশ্বিন তো বটেই, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, সিরিজ়ের প্রথম ম্যাচে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলকে বসতে হতে পারে।

দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরা। তিনি গত টি২০ বিশ্বকাপের পর থেকে ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন। এবার তাঁকে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে তিনি পেস বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি তাঁর সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ। ফলে দুই পেসার নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া। ২০২২ সালের পর আর টেস্ট খেলেননি ঋষভ পন্ত। তবে প্রথম টেস্টে ফিরবেন তিনি। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল। শুবমান গিল তিন ও বিরাট কোহলি চার নম্বরে নামতে পারেন।

Advertisement

দেখে নিন বাংলাদেশ ম্যাচের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ   

Advertisement