হায়দরাবাদে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্টের প্রথম ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
শেষ হল প্রথম দিনের খেলা
প্রথম দিনের শেষে দারুণ জায়গায় ভারতীয় দল। মাত্র ১২৭ রানে পিছিয়ে জয়সওয়ালরা। হাতে রয়েছে ৯ উইকেট।
আউট রোহিত
২৪ রান করে আউট হয়ে গেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। স্টোকসের হাতে ক্যাচ দিলেন রোহিত। উইকেট পেলেন জ্যাক লিচ।
বিস্ফোরক ফর্মে ভারতের ওপেনাররা
দুর্দান্ত ছন্দে জয়সওয়াল ও রোহিত শর্মা। হাফ সেঞ্চুরি করেফেল্লেন বাঁ হাতি ব্যাটার।
২৫০ পেরতে পারল না ইংল্যান্ড
৭০ রান করে আউট বেন স্টোকস। ২৪৬ রানে সমস্ত উইকেট হারাল ইংল্যান্ড।
বোল্ড মার্ক উড
অশ্বিনের বলে বোল্ড হলেন মার্ক উড। ৯ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড।
চা পানের বিরতি
আট উইকেট হারালেও ২০০ পেরল ইংল্যান্ড। দারুণ ছন্দে ভারতের স্পিনাররা। উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা।
আউট জো রুট
জাদেজা ফেরালেন জো রুটকে। ১২৫ রানে অর্ধেক ইংল্যান্ড দল প্যাভেলিয়ানে। স্পিন অস্ত্রেই ইংল্যান্ড বধের ছক অনেকটাই সফল ভারতের।
স্পিনের সামনে ভেঙে পড়ছে ইংল্যান্ড ব্যাটিং
লাঞ্চের পোর উইকেট হারাল ইংল্যান্ড। ১২১ রানে চার উইকেট হারাল ইংল্যান্ড। আউট হলেন জনি বেয়ারস্টো। অক্ষরের বলে বোল্ড হলেন তিনি।
লাঞ্চের আগে উইকেট হারায়নি ইংল্যান্ড
লাঞ্চের আগে আর একটাও উইকেট হারায়নি ইংল্যান্ড। তাদের স্কোর ১০৮ রানে ৩ উইকেট
১০০ পেরল ইংল্যান্ড
ভাল জুটি গড়ে তুলেছেন বেয়ারস্টো ও রুট। লাঞ্চের আগে আরও একটা উইকেট তুলে নিতে চাইছে ভারতীয় দল।
আবার উইকেট হারাল ইংল্যান্ড
আউট জ্যাক ক্রলি। ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। আবার উইকেট নিলেন অশ্বিন। মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট ইংল্যান্ড ওপেনার।
দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড
জাদেজার বলে আউট অলি পোপ। রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট পোপ। ৫৮ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।
প্রথম উইকেট হারাল ইংল্যান্ড
লেগ বিফোর হলেন ইংল্যান্ড ওপেনার। বেন ডাকেট আউট হলেন ৩৫ রান করে। ৫৫ রানে ১ উইকেট হারাল ইংল্যান্ড।
বাজবল ক্রিকেট শুরু ইংল্যান্ডের
ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাওলি এবং বেন ডাকেট বাজবল স্টাইলে ব্যাট করে যাচ্ছেন। যাচ্ছেন ৪ ওভারে তারা ২৫ রান করেছে।
ওয়ানডের মেজাজে ইংল্যান্ড
টেস্ট নয় একেবারে ওয়ানডের মেজাজে খেলে যাচ্ছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট।
টসে জিতল ইংল্যান্ড
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের।
ভারতীয় দলে কারা?
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড দলে কারা?
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ।