scorecardresearch
 

India VS England 3rd Test 4th Day Live Updates: শাবাশ! রাঁচিতে ব্রিটিশ-বধ, সিরিজ জিতল ভারত

৯২ রানে ১ উইকেট হারালেও দারুণ ছন্দে ভারতীয় দল। ৫২ রান করে অপরাজিত রোহিত শর্মা। উইকেটে রয়েছেন শুভমন গিলও। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে ভারতীয় দল। ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল।

Advertisement
সিরিজ জিতল টিম ইন্ডিয়া সিরিজ জিতল টিম ইন্ডিয়া

৯২ রানে ১ উইকেট হারালেও দারুণ ছন্দে ভারতীয় দল। ৫২ রান করে অপরাজিত রোহিত শর্মা। উইকেটে রয়েছেন শুভমন গিলও। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে ভারতীয় দল। ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। 

জিতে গেল ভারত

৫ উইকেটে ১৯২ রান করে ফেলল টিম ইন্ডিয়া। পাঁচ উইকেটে জিতে সিরিজ ভারতের। দারুণ ব্যাটিং করে ভারতীয় দলকে সমস্যা থেকে বের করে আনেন শুভমন গিল ও জুরেল। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন গিল। অন্যদিকে ৩৯ রাঙ করে অপরাজিত থাকেন জুরেলও।   

৫০ গিলের

হাফ সেঞ্চুরি করে ফেললেন গিল। ১২৪ বলে ৫২ রান করে অপরাজিত তিনি। সিরিজ জেতার থেকে মাত্র সাত রান দূরে টিম ইন্ডিয়া।  

ঘুরে দাঁড়াল ভারত

ভারতীয় দল চাপে পড়ে গেলেও শুভমন গিল ও ধ্রুব জুরেল ভারতীয় দলকে জেতার কাছাকাছি নিয়ে গেলেন। ৪৫ উইকেটে ১৬৯ রান টিম ইন্ডিয়ার। 

হঠাৎ চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া

পরপর দুই বলে দুই উইকেট তুলে নিল ইংল্যান্ড। উইকেট নিলেন শোয়েব বসির। ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। জাদেজার পর আউট হলেন সরফরাজও।  

Advertisement

ফের উইকেট হারাল ভারত

এবার আউট রজত পাতিদার। ১০০ রানেই ৩ উইকেট হারাল ভারতীয় দল। শোয়েব বসিরের বলে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে আউট রজত। 

আউট হলেন রোহিত

৫৫ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ৯৯ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল। সিরিজ জিততে ৯৩ রান দরকার ভারতীয় দলের। 

উইকেট হারাল ভারত

চতুর্থ দিনের শুরুতেই আউট হলেন জয়সওয়াল। ৮৪ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারত। তবে এখনও ৯ উইকেট রয়েছে টিম ইন্ডিয়ার হাতে। এখান থেকে জেতা বেশ সহজ টিম ইন্ডিয়ার জন্য। জো রুটের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ৩৭ রানে আউট হলেন ভারতের ওপেনার। 

হাফ সেঞ্চুরি রোহিতের

দারুণ হাফ সেঞ্চুরি রোহিত শর্মার। পাঁচটা চার ও একটা ছক্কা মেরে দারুণ হাফ সেঞ্চুরি করে ফেললেন ভারতীয় দলের ক্যাপ্টেন। 

 

Advertisement