scorecardresearch
 

India VS England 3rd Test: ফিটনেস পরীক্ষায় ফেল, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও নেই তারকা ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দল বড় ধাক্কা খেয়েছে। এই ধাক্কা দিয়েছেন তারকা খেলোয়াড় কেএল রাহুল। চোটের সমস্যায় ভুগছেন রাহুল। ভারত এবং ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে অনুষ্ঠিত হবে। কেএল রাহুলের জায়গায় দলে সুযোগ পেতে পারেন দেবদত্ত পাডিক্কল।

Advertisement
Team India Team India

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দল বড় ধাক্কা খেয়েছে। এই ধাক্কা দিয়েছেন তারকা খেলোয়াড় কেএল রাহুল। চোটের সমস্যায় ভুগছেন রাহুল। ভারত এবং ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে অনুষ্ঠিত হবে। কেএল রাহুলের জায়গায় দলে সুযোগ পেতে পারেন দেবদত্ত পাডিক্কল।

ভারতীয় দল এবং ইংল্যান্ডের মধ্যে এই ৫ ম্যাচের টেস্ট সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। কেএল রাহুল প্রথম টেস্ট খেলেছিলেন, সেই ম্যাচেই তিনি চোট পেয়েছিলেন। প্রথম টেস্টের সময় রাহুল তার ডান উরুতে চোট পান। এর পর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি। এখন তৃতীয় টেস্টেও খেলবেন না রাহুল। সম্প্রতি, BCCI ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের শেষ ৩ টেস্ট ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে বিরাট কোহলির নাম ছিল না, ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছেন। ফলে মনে করা হয়েছিল, রাহুল বিরাটের জায়গাটা নিতে পারেন। তবে তা হচ্ছে না। শেষ তিন ম্যাচের দল ঘোষনার সময় বিসিসিআই স্পষ্ট জানিয়েছিল, চোট কাটিয়ে রাহুল ও রবীন্দ্র জাদেজাকে ফিরতে হলে ফিটনেসের প্রমাণ দিতে হবে। ফলে আশা করা হচ্ছে চতুর্থ টেস্টে খেলতে পারবেন তিনি।

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি রাহুল
বেশিরভাগ ভারতীয় খেলোয়াড় তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ১২ ফেব্রুয়ারি রাজকোটে পৌঁছে গিয়েছেন এবং ট্রেনিংও শুরু করেছিলেন। ১৩ ফেব্রুয়ারি প্র্যাকটিস সেশন হবে। সূত্রের খবর, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি রাহুল। বিসিসিআই-এর মেডিকেল টিম নির্বাচকদের বলেছে যে রাহুলকে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে। এরপরই চতুর্থ টেস্টে খেলতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেষ তিনটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল*, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ২৫-২৯ জানুয়ারি, হায়দ্রাবাদ (ইংল্যান্ড ২৮ রানে জিতেছে)
দ্বিতীয় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম (১০৬ রানে ভারত জিতেছে)
তৃতীয় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট
চতুর্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি 
পঞ্চম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা

Advertisement