IND vs ENG 4th Test day 1 live Update: ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ টেস্ট ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ আজ থেকে রাঁচিতে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এই ম্যাচে অভিষেক করেছেন বাংলার পেসার আকাশ দীপ। আকাশ দীপকে টেস্ট ক্যাপ উপহার দেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ২৭ বছর বয়সী আকাশ দীপ মূলত বিহারের ডেহরির বাসিন্দা, তবে তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন।
শেষ প্রথম দিনের খেলা
দিনের শেষে ভাল জায়গায় পৌঁছে গেল ইংল্যান্ড। সাত উইকেট হারিয়ে ৩০২ রান করে ফেলল তারা।
সেঞ্চুরি করে ফেললেন রুট
দারুণ সেঞ্চুরি করে ফেললেন রুট। সাত উইকেটে ২৮২ রান করে ফেলল ইংল্যান্ড। বড় রানের লক্ষ্যে তারা।
আবার উইকেট হারাল ইংল্যান্ড
বেন ফোকসের পর আউট হলেন টম হার্টলে। ১৩ রান করে সিরাজের বলে আউট ইংল্যান্ড ক্রিকেটার।
আউট বেন ফোকস
মহম্মদ সিরাজের বলে আউট বেন ফোকস। ২২৫ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড।
২০০ পেরিয়ে গেল ইংল্যান্ড
২০০ রান করে ফেলল ইংল্যান্ড দল। উইকেটে টিকে রয়েছেন রুট ও বেন ফোকস।
হাফ সেঞ্চুরি রুটের
ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইংল্যান্ড। উইকেট আঁকড়ে পড়ে থাকার চেষ্টায় জো রুট ও বেন ফোকস। ৫০ করে ফেললেন রুট।
আবার উইকেট খোয়াল ইংল্যান্ড
আউট হলেন বেন স্টোকস। এবার উইকেট নিলেন রবীন্দ্র জাদেজাও। লাঞ্চের আগে শেষ বলে আউট হন ইংল্যান্ড ক্যাপ্টেন। ১১২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড।
চার উইকেট হারাল ইংল্যান্ড
অশ্বিনের বলে উইকেট হারাল ইংল্যান্ড। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা বেয়ারস্টোকে রিভিউ নিয়ে উইকেট তুলে নিলেন ভারতের অফ স্পিনার। ১১১ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড।
উইকেট তুলে নিলেন আকাশ
পরপর তিন উইকেট তুলে নিলেন বাংলার পেস বোলার। দারুণ ছন্দে রয়েছেন তিনি। হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা জ্যাক ক্রলিকে বোল্ড করলেন।
পরপর দুই উইকেট হারাল ইংল্যান্ড
প্রথম ইনিংসে ইংল্যান্ডের পক্ষে জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট ভাল শুরু করেছিলেন। তবে ৪৭ রানের মাথায় ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। তাঁর বলে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেন ডাকেট। ১১ রান করে আউট হন ইংল্যান্ডের এই ওপেনার। দশম ওভারের দ্বিতীয় বলে আউট হন বেন ডাকেট। মাত্র দুই বল পরেই ফেরেন অলি পোপ।
রাঁচি টেস্টে ভারতীয় দলের প্লেয়িং-১১: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
চতুর্থ টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের প্লেয়িং-11: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।