scorecardresearch
 

India VS England DRS Controversy: আম্পায়ারের 'ভুলে' উইকেট পেলেন না অশ্বিন? DRS নিয়ে ক্ষোভ ভারতের

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট নিয়ে ফের বিতর্ক। রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) উইকেট পাওয়া উচিত ছিল বলেই মনে করছেন ভারতীয় দলের সমর্থকরা। তবে কেন উইকেট পেলেন না ভারতীয় দলের অলরাউন্ডার। এই উইকেট তিনি পেলে তাঁর ৫০০ উইকেট হয়ে যেত। 

Advertisement
রবিচন্দ্রন অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট নিয়ে ফের বিতর্ক। রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) উইকেট পাওয়া উচিত ছিল বলেই মনে করছেন ভারতীয় দলের সমর্থকরা। তবে কেন উইকেট পেলেন না ভারতীয় দলের অলরাউন্ডার। এই উইকেট তিনি পেলে তাঁর ৫০০ উইকেট হয়ে যেত। 

কী ঘটেছিল?
অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ব্যাটে বলে ছোঁয়াতে পারেননি টম হার্টলি। বল তাঁর হাতে লেগে ওপরে উঠে যায়। সেই বল ক্যাচ করে ভারতীয় খেলোয়াড়। এরপরই আউটের জন্য আপিল করে তাঁরা। আম্পায়ার আউটও দিয়ে দেন। কিন্তু রিভিউ নেন হার্টলি। উল্লেখ্য, আম্পায়ার প্রথমে ক্যাচ আউট দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল তাঁর কবজির ওপরে লেগে উঠেছে। যার ফলে আউট হননি তিনি। কিন্তু এক্ষেত্রে আম্পায়ার এলবিডব্লু চেক করেন। সেখানেও আউট দেননি হার্টলিকে। বিতর্কের বিষয় হল, আম্পায়ার দুটি সম্ভাব্য আউটই কেন চেক করলেন? বিশেষ করে যখন ক্যাচ আউট হয়নি স্পষ্ট দেখা যায় রিভিউতে। তখন এলবিডব্লু চেক করলেন কেন তিনি? এই বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

বড় ব্যবধানে জয় পেল ভারত
দ্বিতীয় টেস্ট আর গড়ালো না পাঁচদিন পর্যন্ত। চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে দেয় ভারত। পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১। ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে ম্যাচ জিতে নেয় দ্রাবিড়ের ছেলেরা। ভারতীয় বোলারদের দাপটে সেভাবে মাঠ তুলে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ভারতের করা ৩৯৬ রানের জবাবে ইংল্যান্ড করে ২৫৩ রান। উল্লেখ্য, এই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। এছাড়াও, আগের ম্যাচে ব্যর্থ হওয়া গিল সেঞ্চুরি হাঁকান। 

Advertisement

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংকে ২৯২ রানেই আটকে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৩ টি করে উইকেট নেন অশ্বিন ও বুমরাহ। এদিন নিজের টেস্ট ক্যারিয়ারে ৫০০ তম উইকেট নিয়ে রেকর্ড গড়লেন অশ্বিন। ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তাঁর দখলে।

আরও পড়ুন

Advertisement