scorecardresearch
 
Advertisement

IND vs ENG DAY 2 : পান্থের সেঞ্চুরি, সুন্দরের হাফ সেঞ্চুরিতে স্বস্তিতে ভারত

Aajtak Bangla | আমেদাবাদ | 05 Mar 2021, 5:17 PM IST

আহা, আরও একটা অসাধারণ দিন কাটল ভারতের। দিনের তৃতীয় সেশন ভারতীয় ক্রিকেট দল রীতিমতো ঘুরে দাঁড়ালো। একথা অস্বীকার করার জায়গা নেই যে প্রথম দুটো সেশনে কিছুটা হলেও এগিয়ে ছিল ইংল্যান্ড। ১৪৬ রানেই ভআরতের ৬ উইকেট পড়ে গিয়েছিল। ঠিক সেইসময় দলের হাল ধরলেন ঋষভ পান্থ। তাঁর চওড়া ব্যাট থেকে বেরিয়ে এল চোখ ধাঁধানো একটা শতরান। দ্বিতীয় নতুন বলে তিনি এমন কয়েকটা শট মারলেন যা দেখে সকলেই কার্যত থ হয়ে গেছে। সেইসঙ্গে ব্রিটিশদের মুখের গ্রাসও তিনি কেড়ে নিলেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ৮৯ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে এখনও তিনটে উইকেট। আজ ইংল্যান্ডের তিন বোলারের মধ্যে ডম বেসকে যথেষ্ট স্ট্রাগল করতে হল।

5:17 PM (3 বছর আগে)

শেষ হল দ্বিতীয় দিনের খেলা

Posted by :- koushik

আহা, আরও একটা অসাধারণ দিন কাটল ভারতের। দিনের তৃতীয় সেশন ভারতীয় ক্রিকেট দল রীতিমতো ঘুরে দাঁড়ালো। একথা অস্বীকার করার জায়গা নেই যে প্রথম দুটো সেশনে কিছুটা হলেও এগিয়ে ছিল ইংল্যান্ড। ১৪৬ রানেই ভআরতের ৬ উইকেট পড়ে গিয়েছিল। ঠিক সেইসময় দলের হাল ধরলেন ঋষভ পান্থ। তাঁর চওড়া ব্যাট থেকে বেরিয়ে এল চোখ ধাঁধানো একটা শতরান। দ্বিতীয় নতুন বলে তিনি এমন কয়েকটা শট মারলেন যা দেখে সকলেই কার্যত থ হয়ে গেছে। সেইসঙ্গে ব্রিটিশদের মুখের গ্রাসও তিনি কেড়ে নিলেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ৮৯ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে এখনও তিনটে উইকেট। আজ ইংল্যান্ডের তিন বোলারের মধ্যে ডম বেসকে যথেষ্ট স্ট্রাগল করতে হল।

বাকি দুই বোলার হলেন বেন স্টোকস এবং জেমস অ্যান্ডারসন। প্রথম দুটো সেশনে এই দুই বোলার যথেষ্ট নজর কেড়েছিলেন। কিন্তু, দিনের অন্তিম সেশনে তাঁরা কাজের কাজটা করতে পারলেন না। চতুর্থ দিনের এই উইকেটে খেলা কতটা জমে উঠবে, তা নিয়ে এখন থেকেই দুই দলকে চিন্তা করতে হবে।

4:49 PM (3 বছর আগে)

৮৫ ওভার শেষে ভারতের স্কোর ২৯০-৭

Posted by :- koushik

উইকেটে রয়েছেন অক্সর প্যাটেল - ১০ এবং ওয়াশিংটন সুন্দর - ৫৭

4:41 PM (3 বছর আগে)

হাফসেঞ্চুরি সুন্দরের

Posted by :- koushik

৮৬.২ ওভারে বেন স্টোকসের বল থার্ড ম্যানের দিকে বাড়িয়ে দিলেন ওয়াশিংটন সুন্দর। নিলেন জোড়া রান। আর সেইসঙ্গে তিনি টেস্ট কেরিয়ারে আরও একটা অর্ধ শতরান পূরণ করলেন।

4:35 PM (3 বছর আগে)

৮৫ ওভার শেষে ভারতের স্কোর ২৬৪-৭

Posted by :- koushik

উইকেটে রয়েছেন অক্সর প্যাটেল - ১ এবং ওয়াশিংটন সুন্দর - ৪৪

Advertisement
4:31 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

৮৪.১ ওভারে অ্যান্ডারসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন পান্থ (১০১)। জিমি অ্যান্ডারসনের বল পান্থের ব্যাটে লাগতেই সোজা শর্ট মিডউইকেটে চলে যায় সেখানে দাঁড়িয়েছিলেন রুট। তিনি কোনও ভুল করেননি।

4:31 PM (3 বছর আগে)

শতরান করলেন ঋষভ পান্থ

Posted by :- koushik

৮৩.১ ওভারে একটা হাঁটুর ওপর ভর করে বসে জো রুটকে ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করলেন ঋষভ পান্থ। 

4:00 PM (3 বছর আগে)

৮০ ওভার শেষে ভারতের স্কোর ২২৩-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ৭৫ এবং ওয়াশিংটন সুন্দর - ৩০। ইংল্যান্ডের থেকে ২৬ রানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

3:32 PM (3 বছর আগে)

৭৫ ওভার শেষে ভারতের স্কোর ১৯৬-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ৫৫ এবং ওয়াশিংটন সুন্দর - ২৪। দেখে মনে হচ্ছে সামান্য চোট পেয়েছেন ঋষভ পান্থ। দলের ফিজ়িও নীতিন প্যাটেল তাঁকে মাসাজ করছেন।

3:31 PM (3 বছর আগে)

হাফসেঞ্চুরি ঋষভের

Posted by :- koushik

৭১.৪ ওভারে জ্যাক লিচের বল লং অনের দিকে ঠেলে দিয়ে একটা শর্ট রান নিলেন ঋষভ পান্থ এবং সেইসঙ্গে তিনি নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। এই নিয়ে টেস্ট ক্রিকেটে সপ্তম হাফসেঞ্চুরি করলেন ঋষভ।

Advertisement
3:29 PM (3 বছর আগে)

৭০ ওভার শেষে ভারতের স্কোর ১৮১-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ৪৯ এবং ওয়াশিংটন সুন্দর - ১৫

3:28 PM (3 বছর আগে)

৬৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ৪৩ এবং ওয়াশিংটন সুন্দর - ৭

3:26 PM (3 বছর আগে)

শুরু হল দিনের অন্তিম সেশনের খেলা

Posted by :- koushik

ব্যাট হাতে মাঠে নামলেন ঋষভ পান্থ এবং ওয়াশিংটন সুন্দর।

2:33 PM (3 বছর আগে)

চা-পানের বিরতি

Posted by :- koushik

৬২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে ভারত। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলাও যথেষ্ট তুল্যমূল্য বিচারে শেষ হল। ইংল্যান্ড ক্রিকেট দল তাঁদের নিজেদের পারফরম্যান্সে যথেষ্ট খুশি হবে। রোহিত শর্মা ক্রমশ তাঁদের কাছে ভয়ের কারণ হয়ে উঠছিলেন। তাঁকে ফেরানোর পর দলে অনেকটাই স্বস্তি ফিরেছে। এই সেশনে রোহিতের পাশাপাশি ফিরে গেছেন রবিচন্দ্রন অশ্বিনও। তবে পান্থ আপাতত উইকেটে জমে গেছেন। এখনও অক্সর প্যাটেলের ব্যাট করতে আসা বাকি রয়েছে। ভারতীয় ক্রিকেট দলে যথেষ্ট ব্যাটিং গভীরতা রয়েছে। তবে ইংল্যান্ডের থেকে এখনও তারা ৫২ রানে পিছিয়ে রয়েছে। কত তাড়াতাড়ি ভারতীয় ব্যাটসম্যানরা এই রানটা তুলে ফেলতে পারেন, এখন সেটাই দেখার।

2:11 PM (3 বছর আগে)

ভারতীয় ক্রিকেট সমর্থকদের বুকে আরও একটা ধাক্কা!

Posted by :- koushik

৫৮.১ ওভারে ফিরে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ১৩ রানে ফিরতে হল অশ্বিনকে। জ্যাক লিচের বল অশ্বিনের ব্যাটে লেগে সোজা শর্ট মিড উইকেটে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন অলি পোপ। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করেননি।

Advertisement
2:09 PM (3 বছর আগে)

৫৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩৮-৫

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ২৪ এবং রবিচন্দ্রন অশ্বিন - ১১

1:26 PM (3 বছর আগে)

৫০ ওভার শেষে ভারতের স্কোর ১২১-৫

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ২০

1:13 PM (3 বছর আগে)

অল্পের জন্য হাফসেঞ্চুরিটা মিস করলেন রোহিত

Posted by :- koushik

অল্পের জন্য হাফসেঞ্চুরিটা মিস করলেন রোহিত শর্মা। ৪৯.৬ ওভারে বেন স্টোকসের বলে তিনি lbw হলেন। রোহিতকে ৪৯ রানে প্যাভিলিয়নে ফিরতে হল। ভারত কিন্তু এবার ধীরে ধীরে চাপে পড়ছে। ইংল্যান্ডের স্কোরের সমান করতে হলে ভারতকে এখনও ৮৪ রান করতে হবে।

1:06 PM (3 বছর আগে)

৪৫ ওভার শেষে ভারতের স্কোর ১০১-৪

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ৬ এবং রোহিত শর্মা - ৪৩

12:36 PM (3 বছর আগে)

৪০ ওভার শেষে ভারতের স্কোর ৮৫-৪

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ঋষভ পান্থ - ০ এবং রোহিত শর্মা - ৩৩

Advertisement
12:35 PM (3 বছর আগে)

শুরু হল দ্বিতীয় সেশনের খেলা

Posted by :- koushik

২০৫ রানে অলআউট হওয়ার পর অসাধারণ কামব্যাক করল ইংল্যান্ড। অ্যান্ডারসন এবং স্টোকস দলের পজ়িশন ভালো জায়গায় তুলে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পূজারার উইকেটটা তুলে নিয়েছেন লিচ। চলতি সিরিজ়ে এই নিয়ে চতুর্থবার লিচের বলে আউট হলেন পূজারা। যদিও ভারতের ব্যাটিং লাইন আফ যথেষ্ট গভীর। ৯ নম্বরে অক্সর প্যাটেল পর্যন্ত ব্যাট করতে পারেন। ইংল্যান্ডের থেকে ভারত এখনও ১২৫ রান পিছনে রয়েছে। রোহিতের সঙ্গে যোগ দিলেন পান্থ।