scorecardresearch
 

India VS England: টেস্টের মাঝেই বাড়ি ফিরলেন অশ্বিন, ১০ জনে খেলতে হবে টিম ইন্ডিয়াকে?

টিম ইন্ডিয়ার (Team India) জন্য বিরাট বড় ধাক্কা। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় টেস্ট চলাকালীনই বাড়ি ফিরে গেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে কি তাহলে ভারতীয় দলকে ১০ জনেই খেলতে হবে? টেস্টে ৫০০ উইকেট পাওয়া অশ্বিনের জায়গায় কি অন্য কাউকে নামাতে পারবে টিম ইন্ডিয়া?

Advertisement
রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা।
হাইলাইটস
  • তৃতীয় টেস্টের মাঝেই বাড়ি ফিরলেন অশ্বিন
  • মায়ের অসুস্থতার জন্য বাড়ি ফিরলেন অলরাউন্ডার

টিম ইন্ডিয়ার (Team India) জন্য বিরাট বড় ধাক্কা। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় টেস্ট চলাকালীনই বাড়ি ফিরে গেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে কি তাহলে ভারতীয় দলকে ১০ জনেই খেলতে হবে? টেস্টে ৫০০ উইকেট পাওয়া অশ্বিনের জায়গায় কি অন্য কাউকে নামাতে পারবে টিম ইন্ডিয়া?

নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়াকে ১০ জনেই খেলতে হবে বাকি ম্যাচ। আইসিসি-র নিয়ম হল, ম্যাচ শুরুর আগে যদি প্লেয়িং ইলেভেনে থাকা কোনও ক্রিকেটার নাম তুলে নেন, সেক্ষেত্রে বিপক্ষের অধিনায়কের সঙ্গে কথা বলে আরও এক ক্রিকেটারকে বিকল্প হিসেবে পাওয়া যেতে পারে৷ কিন্তু এক্ষেত্রে যেহেতু ম্যাচ শুরু হয়ে গিয়েছে তাই ভারত আর কোনও বিকল্প প্লেয়ার পাবে না৷ দ্বাদশ ব্যক্তি ব্যাট বা বল কিছুই করতে পারবেন না তবে তাঁকে শুধুই ফিল্ডিং করার ক্ষেত্রে পাওয়া যাবে। অশ্বিন শুধু একজন সফল স্পিনার নন, দারুণ ব্যাটারও। প্রথম ইনিংসে তিনি ৩৭ রানও করেছেন। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিও রয়েছে তাঁর। 

শুক্রবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এই খবর জানিয়েছে৷  রাজকোটে শুক্রবারই তাঁর ৫০০ তম টেস্ট উইকেট পেয়ে কুম্বলের পর সেই এলিট ক্লাবে ঢুকে পড়েছিলেন৷ জ্যাক ক্রলির উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন ভারতীয় দলের স্পিনার। অশ্বিন এখনও পর্যন্ত ৯৮ টেস্টের ১৮৪ ইনিংসে ৫০০ উইকেট নিয়েছেন। এদিনের আগে আরও একটি উইকেট দরকার ছিল তাঁর, তাহলেই তিনি দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নিয়ে নিলেন। 
 
সার্বিকভাবে বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন। রবিচন্দ্রনের আগে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন টপকেছেন মুরলিধরন (৮০০), ওয়ার্ন (৭০৮), অ্যান্ডারসন (৬৯০), কুম্বলে (৬১৯), ব্রড (৬০৪), ম্যাকগ্রা (৫৬৩), ওয়ালস (৫১৯) ও লিয়ন (৫১৭)। বিশ্বের পঞ্চম স্পিনার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন (৮০০), অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮) ও নাথান লিয়ন (৫১৭) এবং ভারতের অনিল কুম্বলের (৬১৯)। 

Advertisement


টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় দল রানের পাহাড় গড়ে। ১০ উইকেটে ৪৪৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান ক্যাপ্টেন রোহিত শর্মার। ১৩১ রান করে আউট হন তিনি। সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজাও। ১১২ রান করে আউট হন তিনি। রান আউট হন সরফরাজ খান। ৬২ রান করে ফেরেন তিনি। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন ধ্রুব জুড়েল। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছে ইংল্যান্ডও। বেন ডাকেট সেঞ্চুরি করেছেন। ২ উইকেট হারালেও ২০৭ রান করে ফেলেছে ইংল্যান্ড।     

আরও পড়ুন

Advertisement