scorecardresearch
 

India vs England 3rd Test Day 3 Live Updates: সেঞ্চুরি করেই চোট পেয়ে মাঠের বাইরে জয়সওয়াল, ৩১১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

দ্বিতীয় দিনের শেষে বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। রবিচন্দ্রন অশ্বিন পারিবারিক কারণে বাড়ি চলে যাওয়ায় বাকি টেস্ট ১০ জনেই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এর মধ্যে ভারতীয় দল কি পারবে ইংল্যান্ডের উপর চাপ বাড়াতে?

Advertisement
সেঞ্চুরি করলেন জয়সওয়াল সেঞ্চুরি করলেন জয়সওয়াল

দ্বিতীয় দিনের শেষে বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। রবিচন্দ্রন অশ্বিন পারিবারিক কারণে বাড়ি চলে যাওয়ায় বাকি টেস্ট ১০ জনেই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এর মধ্যে ভারতীয় দল কি পারবে ইংল্যান্ডের উপর চাপ বাড়াতে? 

রিটায়ার্ড হার্ট জয়সওয়াল
বৃহস্পতিবার থেকে চতুর্থ টেস্ট। তাই ঝুঁকি নিতে নারাজ টিম ইন্ডিয়া। তুলে নেওয়া হল জয়সওয়ালকে। তাঁর জায়গায় ব্যাট করতে এলেন রজত পাতিদার

সেঞ্চুরি জয়সওয়ালের
বড় রানের পথে টিম ইন্ডিয়া। টেস্টে তৃতীয় সেঞ্চুরি জয়সওয়ালের।

দারুণ ইনিংস জয়সওয়ালের

বড় রানের পথে টিম ইন্ডিয়া। ১ উইকেট হারিয়ে ১১১ রান টিম ইন্ডিয়ার। ২৪১ রানে এগিয়ে ভারতীয় দল। 

১৭০ রানে এগিয়ে ভারত

তৃতীয় দিনে চা পানের বিরতির আগে ১৭০ রানে এগিয়ে ভারতীয় দল। হাতে এখনও ৯ উইকেট। 

আউট রোহিত

প্রথম ইনিংসে শতরান করলেও দ্বিতীয় ইনিংসে সেই ফর্ম বজায় রাখতে পারলেন না রোহিত শর্মা। ১৯ রান করে আউট টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। 

অল আউট হয়ে গেল ইংল্যান্ড

৩১৯ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। অশ্বিন না থাকলেও দুর্দান্ত বোলিং সিরাজের। চার উইকেট তুলে নিলেন তিনিই। দু'টি করে উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। একটি উইকেট জসপ্রীত বুমরার। ভারতীয় দল এখনো ১২৬ রানে এগিয়ে।  

সাত উইকেট হারাল ইংল্যান্ড

Advertisement

পরপর দুই উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। ৪১ রান করে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্রুত আউট হলেন বেন ফোকসও। রোহিতের হাতে ক্যাচ দিয়ে মহম্মদ সিরাজের বলে আউট উইকেট কিপার ব্যাটার। সাত উইকেটে ৩০০ পেরল ইংল্যান্ড। 

এবার আউট ডাকেট

আউট ডাকেটও, ২৭৫ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। কুলদীপ যাদবের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ডাকেট। ১৫৩ রান করে আউট ইংল্যান্ড ওপেনার। ২৬০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড।  

১৫০ রান ডাকেটের

ইংল্যান্ডের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বেন ডাকেট। ১৫০ করে ফেললেন তিনি। ১৪২ বলে ১৫২ রান করে নট আউট তিনি। ওয়ানডের মেজাজে টেস্ট খেলছেন ইংল্যান্ডের ওপেনার। 

খাতাই খুলতে পারলেন না বেয়ারস্টো

আবার ধাক্কা খেল ইংল্যান্ড। ০ রানে আউট জনি বেয়ারস্টো। কুলদীপ জাদবের বলে লেগ বিফোর হলেন তিনি। 

উইকেট হারাল ইংল্যান্ড

তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল ইংল্যান্ড। আউট হলেন জো রুট। ভারতকে উইকেট এনে দিলেন বুমরা। জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১৮ রান করেই আউট ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার।  

 

Advertisement