scorecardresearch
 

India VS England: ম্যাচ হেরে ক্ষুব্ধ স্টোকস, নিয়ম বদলের দাবি ইংল্যান্ডের ক্যাপ্টেনের

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় জয়। তবে সেই ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। ইংল্যান্ড ক্যাপ্টেন জানান, রাজকোট টেস্ট ম্যাচ চলাকালীন ডিআরএস প্রযুক্তির গলদের কারণে তিনটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। স্টোকস দাবি করেছেন যে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস চলাকালীন আম্পায়ার্স কল বাতিল করা উচিত।

Advertisement
বেন স্টোকস (@গেটি ইমেজ) বেন স্টোকস (@গেটি ইমেজ)
হাইলাইটস
  • ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩৪ রানে জিতেছে ভারত
  • DRS নিয়মে বদল আনার দাবি ইংল্যান্ড ক্যাপ্টেনের

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় জয়। তবে সেই ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। ইংল্যান্ড ক্যাপ্টেন জানান, রাজকোট টেস্ট ম্যাচ চলাকালীন ডিআরএস প্রযুক্তির গলদের কারণে তিনটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। স্টোকস দাবি করেছেন যে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস চলাকালীন আম্পায়ার্স কল বাতিল করা উচিত।

বেন স্টোকস বলেছেন, 'এই ম্যাচে তিনটি ডিআরএস আম্পায়ার্স কলের জন্য বাতিল হয়ে যায়। আম্পায়ার্স কল ডিআরএসের অংশ। দুর্ভাগ্যবশত, আমরা উইকেট পাইনি। আমি বলছি না যে এই কারণেই আমরা এই ম্যাচে হেরেছি কারণ প্রায় ৫০০ রানে হার অনেক বড় ব্যাপার।'দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রাউলির এলবিডব্লিউ আউট করার পর স্টোকস খুব বিরক্ত হয়ে যান। জাসপ্রিত বুমরার বলে এলবিডব্লিউ হন ক্রাউলি। ক্রাউলি রিভিউ নিলেও বল লেগ-স্টাম্পে সামান্য আঘাত করায় তিনি তখনও আউট হয়ে যান। মাঠে থাকা আম্পায়ার যদি ক্রাউলিকে নট আউট দিতেন, তাহলে তিনি রক্ষা পেতেন। আম্পায়ার্স কলের জন্য তাঁকে আউট ঘোষণা করা হয়। বেন স্টোকস এবং ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ম্যাচ রেফারি জেফ ক্রো-র সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন।

স্টোকস আরও বলেন, 'আমরা জ্যাক ক্রোলির ডিআরএস নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্প লেগেছে। আমরা হক আই থেকে দেখতে চেয়েছিলাম, স্ট্যাম্পে আঘাত করতই। কিন্তু 'প্রজেকশন' ভুল ছিল। আমি জানি না এটা কেন হল। তবে আমি কাউকে এ ব্যাপারে দোষ দিচ্ছি না।'

আরও পড়ুন

সিস্টেমে পরিবর্তন প্রয়োজন: স্টোকস
স্টোকস হারের জন্য এই কারণকে দায়ি করতে না চাইলেও, ইংল্যান্দ ক্যাপ্টেন মনে করেন এই সিস্টেমের পরিবর্তনের খুবই প্রয়োজন। প্রথম ইনিংসে অলি পোপ আউট হওয়ায় ক্ষুব্ধ ইংলিশ দল। মহম্মদ সিরাজের বলে পোপকে নট আউট দেওয়া হয়েছিল, যদিও ভারতীয় দল ডিআরএস নেওয়ার পরে সিদ্ধান্তটি পাল্টে যায়। স্টোকস আত্মবিশ্বাসী যে তার দল এখনও এই সিরিজ জিততে পারবে। 

Advertisement

Advertisement