scorecardresearch
 

India Beat South Korea In Hockey: দক্ষিণ কোরিয়াকে দুরমুশ করে এশিয়ান হকির ফাইনালে ভারত, মুখোমুখি চিনের

India Beat South Korea In Hockey: চলতি টুর্নামেন্টে ভারতীয় হকি দলের এটি টানা ষষ্ঠ জয়। ভারতীয় দল পুল পর্যায়ে তার পাঁচটি ম্যাচের সব ক'টি জিতেছে এবং টুর্নামেন্টের বর্তমান মরশুমে অপরাজিত থাকা একমাত্র দল। শেষ পুল ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল ভারতীয় দল।

Advertisement
দক্ষিণ কোরিয়াকে দুরমুশ করে এশিয়ান হকির ফাইনালে ভারত, মুখোমুখি চিনের দক্ষিণ কোরিয়াকে দুরমুশ করে এশিয়ান হকির ফাইনালে ভারত, মুখোমুখি চিনের

India vs Korea Hockey Results: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এ, ভারতীয় হকি দল দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছে গিয়েছে। ১৬ সেপ্টেম্বর (সোমবার) চিনের হুলুনবুইরে খেলা দ্বিতীয় সেমিফাইনালে ভারত কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং সর্বোচ্চ দুটি গোল করেন (১৯তম ও ৪৫তম মিনিটে)।
উত্তম সিং (১৩তম মিনিট) ও জারমানপ্রীত সিং (৩২তম মিনিট) একটি করে গোল করেন। এই দুটি গোলই পেনাল্টি কর্নারে করেন হরমনপ্রীত, আর ফিল্ড গোল করেন উত্তম ও জারমানপ্রীত।

অন্যদিকে, কোরিয়ার পক্ষে একমাত্র গোলটি পেনাল্টি কর্নার থেকে করেন ইয়াং জিহুন (৩৩তম মিনিট)। ফাইনালে স্বাগতিক চিনের মুখোমুখি হবে ভারত। প্রথম সেমিফাইনালে শুটআউটে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে চিন। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে চিনা দল। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

চলতি টুর্নামেন্টে ভারতীয় হকি দলের এটি টানা ষষ্ঠ জয়। ভারতীয় দল পুল পর্যায়ে তার পাঁচটি ম্যাচের সব ক'টি জিতেছে এবং টুর্নামেন্টের বর্তমান মরশুমে অপরাজিত থাকা একমাত্র দল। শেষ পুল ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল ভারতীয় দল।

পঞ্চমবার খেতাবজয় লক্ষ্য ভারতের
এর আগে কোরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত। যেখানে মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। এর আগে ভারতীয় দল চিনকে ৩-০ ও জাপানকে ৫-০ গোলে হারিয়েছে।
২০২৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সহ মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে। ভারত গত বছর ঘরের মাটিতে শিরোপা জিতেছিল, টুর্নামেন্টের ইতিহাসে ৪টি শিরোপা নিয়ে তাদের দলে পরিণত হয়েছিল। ভারত সেখানে পাকিস্তানকে হারিয়েছিল, যা তৃতীয়বার শিরোপা জিততে সাহায্য করে। ভারত ও পাকিস্তান ছাড়া শুধুমাত্র কোরিয়া এই টুর্নামেন্টে একবার জিতেছে। কোরিয়া ২০২১ মরশুমে শিরোপা জিতেছে।

ভারতীয় হকি দলের স্কোয়াড:
গোলরক্ষক: কৃষ্ণ বাহাদুর পাঠক, সুরজ কারকেরা
ডিফেন্ডার: জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং (অধিনায়ক), জুগরাজ সিং, সঞ্জয়, সুমিত।
মিডফিল্ডার: রাজ কুমার পাল, নীলকান্ত শর্মা, বিবেক সাগর প্রসাদ, মনপ্রীত সিং, মোহাম্মদ রাহিল মুসিন।
ফরোয়ার্ড: অভিষেক, সুখজিৎ সিং, অরিজিত সিং হুন্দাল, উত্তম সিং, গুরজোত সিং।

Advertisement


 

Advertisement