scorecardresearch
 

India vs New Zealand Test Series: ঘরের মাঠে লজ্জা, পুনে টেস্টে কেন হারল ভারত? ৫টি কারণ

তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হারল ভারতীয় দল। প্রথমবার নিউজিল্যান্ড কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতল এই দেশের মাটিতে। প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর অনেকেই আশা করেছিলেন ভারতীয় দল হয়ত দ্বিতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করতে পারবে। কিন্তু, সেই সাধ পূরণ হল না। পুনেতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ১১৩ রানে হারল তারা। রোহিত শর্মাদের হারের পাঁচ কারণ খুঁজে বের করল bangla.aajtak.in

Advertisement
বিরাট কোহলি ও নিউজিল্যান্ড দল বিরাট কোহলি ও নিউজিল্যান্ড দল

তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হারল ভারতীয় দল। প্রথমবার নিউজিল্যান্ড কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতল এই দেশের মাটিতে। প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর অনেকেই আশা করেছিলেন ভারতীয় দল হয়ত দ্বিতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করতে পারবে। কিন্তু, সেই সাধ পূরণ হল না। পুনেতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ১১৩ রানে হারল তারা। রোহিত শর্মাদের হারের পাঁচ কারণ খুঁজে বের করল bangla.aajtak.in

রোহিত-বিরাটদের ব্যর্থতা- এই টেস্ট সিরিজে রোহিত শর্মা বা বিরাট কোহলি বড় রান করতে পারেননি। ভারতীয় দল বারেবারেই এই দুই ব্যাটারের উপর নির্ভর করে। বিশেষ করে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রান তাড়া করতে নেমে এই দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যর্থ হওয়া সমস্যায় ফেলে দেয় টিম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন রোহিত। যেখানে প্রথম ইনিংসে ১ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে বিরাট আউট হন।

রোহিত শর্মা
রোহিত শর্মা

স্পিন অস্ত্রেই ঘায়েল ভারত- পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ স্পিনারদের জন্য স্বর্গের চেয়ে কম ছিল না। ভারতের পরিকল্পনা ছিল কিউইদের জালে আটকানো। তবে দুই ইনিংসেই ভারতের চেয়ে ভালো স্পিন খেলেছে নিউজিল্যান্ড। যার জেরে নিজেদের ফাঁদেই ফেঁসে গেল টিম ইন্ডিয়া। মিচেল স্যান্টনারের সামনে পুরোপুরি স্তব্ধ ভারতীয় ব্যাটসম্যানরা। স্যুইপ খেলতে গিয়ে লাইন মিস করেছেন। ফ্রন্ট ফুট না ব্যাক ফুট কীভাবে খেললে রান আসবে তা বুঝতে না পেরে সমস্যয় পড়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন

স্যান্টনার
স্যান্টনার

উইকেট পাননি জাসপ্রীত বুমরা ও আকদীপ- ভারতীয় দলের পেস ব্যাটারিও এই ম্যাচে কাজ করেনি। ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ এবং আকাশ দীপ তাদের সম্মিলিত ইনিংসে একটি উইকেটও নিতে পারেননি। এই টেস্ট ম্যাচে দুই বোলারের নামে একটিও উইকেট নেই। ফাস্ট বোলারদের কাছ থেকে কোনো সমর্থন পাননি স্পিনাররা।

Advertisement

ঋষভ পান্তের রান আউট- চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করতে গিয়ে ঋষভ পান্তের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে তিনি যেভাবে রান আউট হলেন তাতে সমন্বয়ের অভাব স্পষ্ট। এই রান আউটের জন্য ভারতকে অনেক মূল্য দিতে হয়েছে। 

পান্তের রান আউট
পান্তের রান আউট

রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের পরিকল্পনা ব্যর্থ- পুনে টেস্টে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের কৌশল পুরোপুরি কাজে আসেনি। টস জিতে প্রথমে বল করার চেষ্টা সফল হয়নি হিটম্যানের। খেলা যত এগিয়েছে। ব্যাটিংয়ের জন্য পিচ খারাপ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ভারত আগে ব্যাট করতে পারত। এর বাইরে ভারতের এত গভীর ব্যাটিং করার কৌশলও ফ্লপ।          

Advertisement