রবিবার এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচে ভারতীয় দল কেমন হবে। চোট না সারায়, এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে খেলতেই পারেননি ব্যাটার কেএল রাহুল (KL Rahul)। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেললেও, নেপালের বিরুদ্ধে ম্যাচে ছিলেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
ভারতীয় দলে ফিরতে পারেন রাহুল
ফেরার সম্ভাবনা রয়েছে ব্যাটার কেএল রাহুলের। সেক্ষেত্রে বাদ যেতে পারেন শ্রেয়াস আইয়ার। চোট সারালেও, ফিট হতে পারেননি রাহুল। সেই জন্যই প্রথম দুই ম্যাচে তাঁকে খেলানো হয়নি। সুপার ফোরের ম্যাচের আগে ফ্যানদের বিশেষ বার্তা দিয়েছেন রাহুল। শুধু তাই নয়, বেশ কিছু ছবিও আপলোড করেছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে, নেটে ব্যাট করছেন রাহুল। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায় তাঁকে। এর ফলেই মনে করা হচ্ছে, রাহুল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভালো খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হতে পারে।
দলে আসতে পারেন বুমরা
চোট সারিয়ে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরা। সেই সফরে ভারতীয় দলের ক্যাপ্টেন্সিও করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলে থাকলেও সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে মুম্বই ফিরে এসেছিলেন ভারতের তারকা ফাস্ট বোলার। ফলে নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বুমরা। এবার পাকিস্তানের বিরুদ্ধে তিনি দলে ফিরতে পারেন।
বাদ পড়তে পারেন শামি
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা নাও পেতে পারেন মহম্মদ শামি। বুমরা দলে এলে তাঁকে বাদ পড়তে হতে পারে। শামি নেপালের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েছিলেন বুমরা না থাকায়।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেট কিপার), বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা
পাকিস্তান- বাবর আজম (অধিয়ায়ক), ফকর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান (উইকেট কিপার), ইফতিকার আহমেদ, সালমন আলি আগা, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ