অলিম্পিক উন্মাদনার মাঝেই ভারত-পাকিস্তান ক্রিকেটের বড় খবর। আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ওই দিন রবিবার। সেক্ষেত্রে দীর্ঘদিন পর কোনও আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান (India Pakistan Match) দ্বৈরথের সুপার সানডে পেতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও আইসিসির তরফে এখনও পর্যন্ত বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ তালিকা প্রকাশ করা হয়নি। তবে ভারত-পাকিস্তানের ম্যাচ একপ্রকার নিশ্চিত।
প্রসঙ্গত গত মাসেই আইসিসির তরফে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করা হয়। গ্রুপ ২-এর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান। তাছাড়াও এই গ্রুপে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এছাড়া কোয়ালিফায়ার গ্রুপ থেকেও ২টি দল এই গ্রুপে যুক্ত হবে। এই বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি২০ ওয়ার্ল্ড কাপ।
এইবছর টি২০ ওয়ার্ল্ড কাপ ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আইসিসি। সেক্ষেত্রে এই বছর, ইউএই ও ওমানে আয়োজিত হচ্ছে টি২০ ওয়ার্ল্ড কাপ।