scorecardresearch
 

India VS South Africa 2nd Test: দ্বিতীয় টেস্টে শিকে ছিঁড়ল বাংলার মুকেশের, বাদ পড়লেন তারকা অলরাউন্ডার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার পেস বোলার মুকেশ কুমার। শার্দূল ঠাকুরের জায়গায় দলে এলেন এই পেস বোলার। চোট সারিয়ে কেপটাউন টেস্টে দলে এসেছেন রবীন্দ্র জাদেজাও। রবিচন্দ্রন আশ্বিনের জায়গায় দলে এসেছেন তিনি। তবে সেঞ্চুরিয়ান টেস্টে অভিষেক হওয়া প্রশিদ্ধ কৃষ্ণাকে কেপটাউন টেস্টেও দলে রেখে দেওয়া হয়েছে।

Advertisement
মুকেশ কুমারের সঙ্গে রোহিত শর্মা মুকেশ কুমারের সঙ্গে রোহিত শর্মা
হাইলাইটস
  • দলে সুযোগ পেতে পেলেন মুকেশ
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পেলেন তিনি

দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার পেস বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। শার্দূল ঠাকুরের জায়গায় দলে এলেন এই পেস বোলার। চোট সারিয়ে কেপটাউন টেস্টে দলে এসেছেন রবীন্দ্র জাদেজাও। রবিচন্দ্রন আশ্বিনের জায়গায় দলে এসেছেন তিনি। তবে সেঞ্চুরিয়ান টেস্টে অভিষেক হওয়া প্রশিদ্ধ কৃষ্ণাকে কেপটাউন টেস্টেও দলে রেখে দেওয়া হয়েছে। 

এই টেস্টের আগে মুকেশ কুমারের বলে প্রায় ৪৫ মিনিট অনুশীলন করতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। সেই সময়ই মনে করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে বাংলার এই বোলারকে দলে নেওয়া হতে পারে। সেই অনুশীলনের সময় রোহিত মুকেশকে বলেন, 'বল হাওয়ার সাহায্যে ভেতরের দিকে আসছে। কিন্তু তুই চেষ্টা কর কোণ থেকে ভেতরে আনার।' রোহিত চাইছিলেন, ৪-৬ মিটার লেংথে বল ফেলুন মুকেশ। বাংলার পেসার সেটাই করছিলেন। রোহিতকে বেশ তৃপ্ত দেখায় মুকেশের বোলিং দেখে। বেশ কয়েক বার রোহিতকে পরাস্ত করেন মুকেশ। অধিনায়কের প্রশংসাও পান। আর সেই কারণেই মুকেশকে দলে নেওয়া হয়েছে।

 

মহম্মদ শামি না থাকায় প্রথম টেস্টে ভারতীয় দলের পেসাররা সেভাবে প্রভাব খাটাতেই পারেননি। যসপ্রীত বুমরা কিছুটা হলে ভাল বল করেছিলেন। তবে প্রশিদ্ধ কৃষ্ণা ও শার্দূল ঠাকুর একেবারেই ভাল বল করতে পারেননি। অভিষেক ম্যাচে ৯৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন প্রশিদ্ধ। গড় ৯৩.০০। ছাপ ফেলতে না পারায় বাদ পড়লেন রবিচন্দ্রন অশ্বিনও।  দু’ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮ রান করেছেন। নিয়েছেন মাত্র ১ উইকেট। 

দক্ষিণ আফ্রিকা একাদশ একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরি (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিড়ি।

Advertisement

টিম ইন্ডিয়া প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, মুকেশ কুমার।

আরও পড়ুন

Advertisement