scorecardresearch
 

India vs South Africa 3rd T20I: তিলকের সেঞ্চুরিতে সেঞ্চুরিয়ানে জয় ভারতের, হেরে সিরিজ জয় অধরাই দঃ আফ্রিকার

তৃতীয় টি২০ ম্যাচে ১১ রানে জিতল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে দাপট দেখান ভারতের ব্যাটাররা। যার জেরে দক্ষিণ আফ্রিকার সামনে ২০ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মার্কো ইয়ানসনের লড়াকু ইনিংসের পরেও ভারতীয় দলকে হারাতে পারেনি আয়োজক দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিহে ২-১-এ এগিয়ে গেল ভারতীয় দল।

Advertisement
भारतीय टी२० टीम (@AFP) भारतीय टी२० टीम (@AFP)

তৃতীয় টি২০ ম্যাচে ১১ রানে জিতল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে দাপট দেখান ভারতের ব্যাটাররা। যার জেরে দক্ষিণ আফ্রিকার সামনে ২০ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মার্কো ইয়ানসনের লড়াকু ইনিংসের পরেও ভারতীয় দলকে হারাতে পারেনি আয়োজক দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিহে ২-১-এ এগিয়ে গেল ভারতীয় দল।

ওপেনার সঞ্জু স্যামসন দ্রুত আউট হলেও, আরেক ওপেনার অভিষেক শর্মা দারুণ ব্যাট করেন। মাত্র ২৫ বলে ৫০ রান করে আউট হলেও অপরদিকে তিলক ভর্মা দারুণ সেঞ্চুরি করেন। ৫৬ বলে ১০৭ রান করেন তিনি। অভিষেক গত দুই ম্যাচে রান না পেলেও, তৃতীয় ম্যাচে দারুণ ভাবে ফেরত এসেছেন। তিনটে চার আর পাঁচটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। অন্যদিকে তিলক মেরেছেন আটটা চার ও সাতটা ছক্কা। তবে মিডল অর্ডার ভাল খেলতে পারেনি। সেটা হলে দক্ষিণ আফ্রিকার সামনে আরও বড় টার্গেট দিতে পারতেন রিঙ্কু সিংরা।

তবে ম্যাচের শুরুতে ব্যাট করা বেশ কঠিন ছিল বলে মনে করেন তিলক। সেই কারণেই এই ইনিংস খুব গুরুত্বপূর্ণ। আর সুপারস্পোর্টস পার্কে ক্যাপ্টেন সূর্যকুমার আউট হন ১ রান করেই। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ১৮ রান করে ফেরেন। রিঙ্কু সিংও ১৩ বলে ৮ রান করে আউট হন। শেষদিকে প্রথম ম্যাচ খেলতে নামা রমনদীপ সিং ৬ বলে ১৫ রান করে রান আউট হন। ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত।        

আরও পড়ুন

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন আর্শদীপ সিং। রায়ান রিকেলটন ১৫ বলে ২০ রান করে প্লেড অন হন। রিজা হেনরিক্স বড় শট খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হন বরুণ চক্রবর্তীর বলে। ১৮ বলে ২৯ রান করে ফেরেন ক্যাপ্টেন এডেন মার্করামও। তাঁকেও আউট করেন বরুণ। গত ম্যাচে পাঁচ কেট নিলেও এদিন দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তবে বুধবারের ম্যাচে বল হাতে নায়ক আর্শদীপ। একাই তুলে নেন তিন উইকেট। ছাড়িয়ে যান জসপ্রীত বুমরাকেও। ২২ বলে ৪১ রান করে হেনরিখ ক্লাসেন আউট না হলে এই ম্যাচ হয়ত জেতা হত না সূর্যকুমার যাদবদের। সেই উইকেটও নেন আর্শদীপ। ১৮ বলে ১৮ রান করে ফেরেন ডেভিড মিলারও।

Advertisement

শেষদিকে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন মার্কো ইয়ানসন। ১৭ বলে ৫৪ রানের ইনিংসে ছিল চারটে চার আর পাঁচটা ছক্কা। আর্শদীপের বলে তিনি আউট হতেই ভারতের জয় নিশ্চিত হয়। ম্যাচের সেরা নির্বাচিত হন শতরান করা তিলক।        

Advertisement