scorecardresearch
 

India vs Sri Lanka 2nd T20: সঞ্জুর বদলে রাহুল ত্রিপাঠি, দলে আর্শদীপও; দেখে নিন দ্বিতীয় টি২০ ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশ

India vs Sri Lanka 2nd T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হচ্ছে রাহুল ত্রিপাঠি। চোট পেয়ে সঞ্জু স্যামসন ছিটকে যাওয়ায় দলে সুযোগ হল তাঁর। হার্ষাল প্যাটেলের জায়গায় দলে এসেছেন আর্শদীপ সিং। দল অপরিবর্তিত রেখেছে শ্রীলঙ্কা। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • অভিষেক করলেন রাহুল ত্রিপাঠি
  • দলে জায়গা পেলেন আর্শদীপও

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল (Team India)। টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হচ্ছে রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। চোট পেয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) ছিটকে যাওয়ায় দলে সুযোগ হল তাঁর। হার্ষাল প্যাটেলের (Harshal Patel) জায়গায় দলে এসেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। দল অপরিবর্তিত রেখেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। 

কেন বাদ পড়লেন হার্ষাল?
গত ম্যাচে ১৮তম ওভারে বল করতে এসে ১৬ রান দিয়ে ফেলেন ভারতের পেসার। শ্রীলঙ্কার যখন ১৮তম ওভার শেষ হয় তখন তাদের জেতার জন্য দরকার ছিল ২৯ রান। আশা করা হয়েছিল, এই ম্যাচ সহজেই জিতে যাবে টিম ইন্ডিয়া। তবে তা হয়নি। ১৯তম ওভারে এসে ১৬ রান দিয়ে ফেলেন ভারতের এই পেস বোলার। শ্রীলঙ্কা আট উইকেট হারিয়ে ফেলেছিল। তবুও এমন অবস্থায় ভারতীয় দলের সমস্যা বাড়িয়ে দেয় ১৯তম ওভারে হার্ষালের ওভার। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৩ রান। যদিও সেই রান ডিফেন্ড করেন অক্ষর প্যাটেল।

চোট পেয়েছেন সঞ্জু স্যামসন
সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট পান ভারতের উইকেটকিপার ব্যাটার। হাঁটুতে চোট লেগেছে তাঁর। সেই জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে দলে নেই তিনি। শিকে ছিঁড়েছে রাহুল ত্রিপাঠির। উইকেট কিপিং করবেন ইশান কিশান। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন শুভমন গিল। ইশানের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন। 

ভারত (প্লেয়িং ইলেভেন): ইশান কিশান (উইকেটরক্ষক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, হার্দিক পান্ড্য (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কার প্লেয়িং-১১: পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসলাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ তীক্ষ্না, কাসুন রাজিথান, ডি সিলভা।

Advertisement