বিশ্বকাপ খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আর সেই দলের বিরুদ্ধেই দ্বিতীয় একদিনের ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিংই করতে পারল না ভারতীয় দল। ৪১ ওভারের মধ্যেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস।
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দল বিশ্রাম দিয়েছিল ক্যাপ্টেন রোহিত শর্মা, তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া। শুভমন গিল ও ইশান কিশান আজকের ম্যাচে ওপেন করেছেন। দলে রাখা হয়নি বিরাট কোহলিকেও। তবে দলে এসেছেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইশান কিশান সফল হলেও ব্যর্থ হয়েছেন শুভমন গিল। ইশান ৫৫ রান করে আউট হলেও, গিল আউট হন মাত্র ৩৪ রানে। সঞ্জু স্যামসনকে দলে না নেওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল নির্বাচকদের। তবে এইদিন তিনিও ব্যর্থ। মাত্র ৯ রান করেই আউট হলেন তিনি।
সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ অক্ষর প্যাটেল। ১ রান করেই আউট তিনি। ৭ রান করে ফিরতে হয় ক্যাপ্টেন হার্দিককে। সূর্যকুমার যাদবের ব্যর্থতা বজায় থাকল এদিনও। ২৫ বলে ২৪ রান করে আউট হন তিনি। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ১০ রান করেই ফেরেন। শার্দূল ১৬ রানে আউট হন। রান না করেই আউট উমরান মালিক। মুকেশ কুমারও ৬ রান করে আউট হলে ভারতের ইনিংস শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ১১ রান অতিরিক্ত না দিলে আরও বড় লজ্জার মুখে পড়তে হত হার্দিকদের।
৩টি করে উইকেট তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মইতে ও রোমারিও শেপার্ড। দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। একটি করে উইকেট তুলে নিয়েছেন জেডন সেলস ও ইয়ানিক চারিয়া।
প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে দলে থাকলেও ব্যাট করতে নেমেননি বিরাট। আর এদিন তাঁকে বিশ্রাম দেওয়া হল। আসলে এই বছরেই রয়েছে বিশ্বকাপ। তার আগে তিন মাসও সময় নেই। তাই নতুন করে দলের কোনও তারকা চোট পান, এমনটা কোনওভাবেই চাইছেন না বিসিসিআই কর্তারা। এমনিতেই দলের একাধিক তারকা চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন। তাই ঝুঁকি না নিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে ভারতীয় দল।