scorecardresearch
 

PM Modi on India win in T20 World Cup: 'দেশবাসীর হৃদয় জিতেছেন', বিশ্ব চ্যাম্পিয়ন রোহিতদের শুভেচ্ছা মোদীর

টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর ফের বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। শনিবার টি ২০ বিশ্বকাপ ফাইনালের টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারাল রোহিত ব্রিগেড। ম্যাচ জয়ের পর পরই ভিডিয়ো বার্তায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর।
হাইলাইটস
  • টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত।
  • ১৩ বছর পর ফের বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া।
  • ভিডিয়ো বার্তায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর ফের বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। শনিবার টি ২০ বিশ্বকাপ ফাইনালের টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারাল রোহিত ব্রিগেড। ম্যাচ জয়ের পর পরই ভিডিয়ো বার্তায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এক্স হ্যান্ডলে ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 'সমস্ত দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ১৪০ কোটি দেশবাসী গর্ববোধ করছেন। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতলেন, দেশের হৃদয় জিতেছেন। বিশেষ কারণে মনে থাকবে এই টুর্মামেন্ট। অনেক শুভকামনা।' এই ম্যাচকে 'ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন মোদী।

এদিন প্রথমে ব্যাট করে ভারত করে ৭ উইকেটে ১৭৬ রান। জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ম্যাচের শেষার্ধ ছিল টানটান। শেষে ৮ উইকেটে ১৬৯ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

২০১১ সালে শেষ বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে একদিনের বিশ্বকাপ জিতেছিল মেন ইন ব্লু। এবার ২০ ওভারের ক্রিকেটে ভারতে বিশ্বকাপ এনে দিলেন টিম রোহিত। ভারতের জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সকলে। ম্যাচ শেষ হওয়ার পর কাঁদতে দেখা যায় ভারতীয় দলের সদস্যদের। 

আরও পড়ুন

এদিনের ম্যাচে বাড়তি নজর কেড়েছেন বিরাট কোহলি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বিরাট। ফাইনালের আগে পর্যন্ত গোটা টুর্নামেন্টে সার্বিক রান ছিল সাকুল্যে ৬৬। সেই অবস্থায় ফাইনাল খেলতে নেমে ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন শুধু নয় পাওয়ার প্লেতে তিন উইকেট হারার পর দলকে ভরসা দিলেন দীর্ঘদিন পর। কোহলিচিত ৭৬ রানে ভারত পৌঁছল ১৭৬ রানে তাঁকে যোগ্য সঙ্গত করেন অক্ষর প্যাটেল।  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট ঝড়। প্রথম ওভারেই তিনটি চার মারেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারেই ভারতকে ধাক্কা দেন মহারাজ। প্যাভিলিয়নে পাঠান দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মাকে। কেশব মহারাজের বলে ক্যাচ আউট হন ভারতের অধিনায়ক। মাত্র ৯ রান করেন তিনি। ম্যাচের দ্বিতীয় ওভাবে ঋষভ পন্থ-কেও প্যাভিলিয়নে পাঠান কেশব মহারাজ। শূন্য রানে আউট হন তিনি। নেমেই রিভার্স সুইপ করতে গিয়ে আউট পন্থ। এরপর ম্যাচের হাল ধরেন বিরাট। চতুর্থ ওভারে দুর্দান্ত শটে কেশব মহারাজের বল বাউন্ডারি পাঠিয়ে দেন কোহলি।
 

Advertisement

Advertisement