scorecardresearch
 

Mamta Banerjee Wrestling India: 'গোটা দেশের চরম হেনস্থা,' কুস্তি ফেডারেশনের নির্বাসনে ক্ষুব্ধ-ট্যুইট মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ভারতীয় সংস্থাকে বরখাস্ত করার কথা জানতে পেরে আমি আমি হতবাক এটা গোটা দেশের পক্ষে হতাশাজনক। তিনি লেখেন, "ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে সাসপেন্ড করেছে জেনে আমি হতবাক। গোটা জাতির জন্য এটা একটা চরম বিব্রতকর ব্যাপার।

Advertisement
ভারতীয় কুস্তি ফেডারেশনকে বরখাস্ত করল বিশ্ব কুস্তি সংস্থা, টুইটে ক্ষোভ মমতার ভারতীয় কুস্তি ফেডারেশনকে বরখাস্ত করল বিশ্ব কুস্তি সংস্থা, টুইটে ক্ষোভ মমতার
হাইলাইটস
  • ভারতীয় কুস্তি ফেডারেশনকে
  • বরখাস্ত করল বিশ্ব কুস্তি সংস্থা
  • টুইটে ক্ষোভ মমতার

বিশ্ব কুস্তি সংস্থার তরফে ভারতীয় কুস্তি সংস্থাকে বরখাস্ত করায় হতাশা ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে তার বক্তব্য পেশ করেছেন। ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন গভর্নিং বডি তৈরি না হওয়ায় তাদের এই কোপে পড়তে হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে কোনও রকম প্রতিনিধিত্ব থাকবে না। তবে যে সমস্ত কুস্তিগিররা প্রস্তুত ছিলেন, তাঁরা নিরপেক্ষ কুস্তিগীর হিসেবে দেশের পতাকা ছাড়াই অংশ নিতে পারবেন। তবে এতে দেশের সম্মানহানি হয়েছে বলে মনে করছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ভারতীয় সংস্থাকে বরখাস্ত করার কথা জানতে পেরে আমি আমি হতবাক এটা গোটা দেশের পক্ষে হতাশাজনক। তিনি লেখেন, "ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে সাসপেন্ড করেছে জেনে আমি হতবাক। গোটা জাতির জন্য এটা একটা চরম বিব্রতকর ব্যাপার। কেন্দ্রীয় সরকার লজ্জাজনকভাবে অহংকারী মনোভাব পোষণ করেছে এবং আমাদের কুস্তিগীর বোনদের দুর্দশাকে দমন করতে চেষ্টা করেছে তার ফলে বরখাস্ত হযতে হল। যা আমাদের কুস্তিগীরদের হতাশ করেছে। কেন্দ্র এবং বিজেপি আমাদের বোনদেরকে অশ্লীলতা এবং পুরুষতান্ত্রিকতা  আরোপ করে হয়রান করে চলেছে। ভারতের উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের শাস্তি দেওয়া, যাদের নৈতিক মানক নেই এবং যারা দেশের লড়াকু কন্যাদের মর্যাদার জন্য দাঁড়াতে পারে না। হিসাব-নিকাশের দিন খুব বেশি দূরে নয়।"

নির্দিষ্ট সময় নির্বাচন প্রক্রিয়া আয়োজন করতে না পারায় ভারতের কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করে দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। জটিলতা কাটিয়ে তা নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় আগেই ডাবলুএফআইকে সতর্ক করেছিল বিশ্ব কুস্তি সংস্থা। এদিন সরাসরি সদস্যপদ বাতিলের মতো কড়া পদক্ষেপ করা সিদ্ধান্ত গ্রহণ করল তারা। সাম্প্রতিক অতীতে দেশের কুস্তি ফেডারেশন কে নিয়ে এরপর এক বিতর্ক ছড়িয়েছে। সে কারণে বারবার স্থগিত করতে হয়েছে নির্বাচন প্রক্রিয়া। গত জুন মাসে নির্বাচন হওয়ার কথা থাকলেও সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীরদের আন্দোলনের জেরে তা করা যায়নি। এপ্রিলের শেষ দিকে দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটি নিযুক্ত করে নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য। তারপরও নানা কারণে ভোট করা যায়নি। ফলে বডিও তৈরি হয়নি। এর ফল ভুগতে হল তাদের।

Advertisement

বুধবার রাতেই বরখাস্ত করার সিদ্ধান্তের কথা দেশের কুস্তি ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে। গত ৭ নির্বাচন ঘোষণা হলেও ক্রীড়ামন্ত্রক সেই নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে। পরবর্তীতে বিভিন্ন রাজ্যের সংস্থা বিভিন্ন সময়ে বেঁকে বসায় নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। বরখাস্তের জোরে বিপাকে পড়লেন ভারতীয় কুস্তিগীররা। সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের মঞ্চে তারা প্রতিনিধিত্ব করতে পারবেন না। তবে নিরপেক্ষ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে তাঁরা অবশ্য অংশ নেবেন।

 

Advertisement