বিশ্বজুড়ে ২৩ জুন পালন করা হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই দিবসের একটাই উদ্দেশ্য, বিশ্বের সবাই যাতে ক্রীড়া ও স্বাস্থ্যের উদযাপনের জন্য কাজ করেন। ১৮৯৪ সালে আজকের দিনে এটি প্রতিষ্ঠিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। এই দিন উদযাপন করা হয় মানুষের মধ্যে অ্যথলিটিক্স সহ শরীর চর্চার বিষয় নিয়ে আরও বেশি উদযাপনের জন্য। একই সঙ্গে মানুষের কাছে এই বিষয় নিয়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য।
বিফোর ক্রাইস্টে অষ্টম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত গ্রিসের অলিম্পিয়াতে অনুষ্ঠিত হতো আদি অলিম্পিক গেমস। আর সেই অনুপ্রেরণাতেই বর্তমানে হয় সামার অলিম্পিক গেম। বিভিন্ন খেলাধুলো নিয়ে এই বিষয় হয় বিশ্বে। এই অলিম্পিক দিবসের অন্যতম লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন কোন থেকে যেন বেশি থেকে বেশি মানুষ খেলাধুলো ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও উঠে আসেন অলিম্পিকের মঞ্চে। অলিম্পিক্সের অন্যতম ট্যাগ লাইন হল এগিয়ে চলা, শেখা ও আবিষ্কার করা। চলতি বছরের থিম হল সুস্থ থাকুন, সবল থাকুন, সক্রিয় থাকুন। কারণ ২০২০ সাল থেকে মহামারি গ্রাস করে রেখেছে পুরো বিশ্বকে। আর সেই জন্যই এই ট্যাগ লাইন।
আর মাত্র এক মাস বাকি অলিম্পিক গেমসের। আজ থেকে ঠিক এক মাস পরে ২৩ জুলাই শুরু হবে টোকিওতে সামার অলিম্পিক আর সেই নিয়ে কতটা মুখিয়ে আছে বাংলার অ্যথলিট সহ বিভিন্ন ক্রীড়ামহলের ব্যক্তিত্বরা! জয়দীপ কর্মকার বলেছিলেন, যে এবার অলিম্পিকে ভালো ফল করবে ভারত। অনেক আশাবাদী এবারের অলিম্পিক নিয়ে। খুব ভালো কন্টেন্ডার আছে এবারের অলিম্পিক নিয়ে। আশা করি ভালো হবে।
অলিম্পিকে এবার যাচ্ছেন টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখ্যার্জি। তিনি বলেন, দেশের হয়ে ভালো খেলার চেষ্টা করব। অলিম্পিকে ভালো পারফর্ম করতে সবাই চায়। অলিম্পিকটাই সব থেকে সর্বোচ্চ জায়গা একজন অ্যথলিটের জন্য।
শুধু বঙ্গ ক্রীড়াবিদরাই নয় অলিম্পিক ডে নিয়ে এবার বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ও ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি একটি ভিডিয়ো শেয়ার করে শরীর স্বাস্থ্য ও খেলাধুলো নিয়ে বার্তা দিয়েছেন বুধবার।