ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবার সোশ্যাল মিডিয়ার নয়া ট্রেন্ডে গা ভাসালেন। তিনি একটা বিখ্যাত মিম ধার করেই একটা ছবি পোস্ট করেছেন। মিমটা হল, "Pawri ho rahi hai"। তিনি নিজের জুতোর ছবি টুইটারে পোস্ট করেছেন এবং ভাইরাল মিমের একটা অংশ ধার করে ক্যাপশন পোস্ট করেন।
বিগত কয়েকদিন ধরেই "Pawri ho rahi hai" মিম ইন্টারনেটে যথেষ্ট ভাইরাল হয়ে পড়েছে। পাকিস্তানের ১৯ বছর বয়সি তরুণী দানানীর মোবিনের এই শর্ট ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই তরুণী নিজের গাড়ি এবং বন্ধুদের আঙুল দিয়ে দেখাচ্ছে এবং বলছে, "ইয়ে হামারি কার হে, ইয়ে হাম হে অওর ইয়ে হামারি পাওরি হো রহি হে।"
I never thought I would become so famous. And that too with just a 5 second video.#PawriHoRaiHai pic.twitter.com/1aejUqqR9o
— Dananeer Mobeen🇵🇰 (@DananeerMobeen0) February 21, 2021
এই ভাইরাল মিমের কিছুটা অংশ ধার করেই কোহলি নিজের ক্যাপশনে লিখেছেন, "ইয়ে ম্যায় হুঁ, ইয়ে মেরা আইপিএল জুতা হে, অওর..."
🔥 on the field. The shoe and the wearer 😉. @pumacricket 19 one8 FH turning up the heat.#IPL2021
— Virat Kohli (@imVkohli) February 18, 2021
.
Shop now ➡️ https://t.co/5D0Xaa1jp3@one8world #one8 pic.twitter.com/hDwpedrfr1
ইতিপূর্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টি-২০ সিরিজ়ে হারানোর পর পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি একটি ভিডিও পোস্ট করেছিলেন। সিরিজ় জয়ের পর গোটা দল যখন ট্রফি নিয়ে দাঁড়িয়েছিল, তখনই তিনি এই ভিডিওটি করেন।
100 wins. 1st time in history ⭐️
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) February 15, 2021
Mera 🇵🇰 Zindabad https://t.co/D25rVIse2s
ওই ভিডিও ক্লিপে যখন গোটা দল উল্লাস করছে ঠিক সেইসময় হাসান আলি বলেন, "ইয়ে ম্যায় হুঁ। ইয়ে মেরি টিম হ্যায়। অওর হাম সিরিজ় জিত গয়ে অওর পাওরি কর রহে হ্যায়।"