আগামী ২৬ এপ্রিল ২০২২ শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমায়র লিগ (IPL)। ২৯ মে হবে ফাইনাল। ওপেনিং ম্যাচ হতে চলেছে কলকাতা নাইট রাউডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে। টুর্নামেন্ট ঘিরে সমস্ত দলের মধ্যেই চলছে চূড়ান্ত প্রস্তুতি।
মুম্বই দলের অধিনায়ক রোহিত শর্মাসহ বাকি খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্পে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। এদিকে ভারতের গরমে বেহাল দশা বিদেশি খেলোয়াড়দের। এমন আবহাওয়ায় তাঁরা অভ্যস্ত নন, এমনটাই জানিয়েছেন খেলোয়াড়রা।
ভিডিও শেয়ার করেছে মুম্বই
এক্ষেত্রে মুম্বই ফ্র্যাঞ্চাইজি (Mumbai Indians) টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওর শুরুটা হয় অধিনায়ক রোহিতকে দিয়ে। প্রথমেই দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) সঙ্গে দেখা হয় তাঁর এবং DB-র নাম ডেকে তিনি প্রেস কনফারেন্সের প্রস্তুতির জন্য এগিয়ে যান। এর পরে মাঠের দৃশ্য দেখানো হয়েছ, যেখানে ঈশান কিষাণ এবং বাকি খেলোয়াড়দের ওয়ার্ম আপ করতে দেখা গিয়েছে। ফিজিশিয়ানরা জানাচ্ছেন, ঈশানের শরীর এক্সট্রা ফিট। তবে সেটা কি রোদ্দুরে কারণে? এই বিষয়ে ঈশান অবশ্য বলেন, তিনি গতকাল PS (প্র্যাকটিস সেশনে) বেশি দৌড়েছেন। এর পরে প্রধান মহল জয়াবর্ধনে বলেন যে বন্ডি (শেন বন্ড, বোলিং কোচ) প্রচুর কফি পান করছেন।
খুবই গরম লাগছে ব্রেভিসের
এবার ক্যামেরা চলে যায় আফ্রিকান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের কাছে। ব্রেভিসকে মাটিতে বসে থাকতে দেখা গিয়েছে। ক্যামেরার সামনে তিনি বলেন- 'এমন আবহাওয়ায় কখনও থাকিনি। এখানে খুব গরম'। এরপর সহ-অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, 'আমরা অনেক ক্রিকেট খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে। বৃষ্টিতে তো ক্রিকেট খেলা হয় না, তাই গরম যতই পড়ুক, আমাদের কিছু যায় আসে না।'
আরও পড়ুন - আজও বাড়ল তেলের দাম? জেনে নিন