scorecardresearch
 

IPL 2023 KKR vs CSK: হারের হ্যাটট্রিক কলকাতার, ধোনির CSK-র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে KKR?

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আর তারপরেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens), মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ব্যাটিং দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। আর এই ম্যাচে নামার আগে, হায়দরাবাদকে হারিয়ে কলকাতায় পাড়ি দিচ্ছে সিএসকে। 

Advertisement
কেকেআর ও সিএসকে কেকেআর ও সিএসকে

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আর তারপরেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens), মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ব্যাটিং দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। আর এই ম্যাচে নামার আগে, হায়দরাবাদকে হারিয়ে কলকাতায় পাড়ি দিচ্ছে সিএসকে। 

শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে (M.A Chidambaram), টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথমে ব্যাট করে খুব একটা সুবিধে করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ। একমাত্র অভিষেক শর্মা (Abhishek Sharma) সর্বাধিক ৩৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে চেন্নাই সুপার কিংস (CSK)। সিএসকে-র হয়ে সর্বাধিক ৩টি উইকেট পান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। 

জবাবে ব্যাট করতে নেমে, খুব একটা সমস্যায় পড়তে হয়নি চেন্নাইকে। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ৩৫ রান পান। অন্যদিকে, ডেভন কনওয়ের (Devon Conway) ৫৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস সত্যিই দুর্দান্ত। ফলে, লক্ষ্যমাত্রায় পৌঁছতে খুব একটা বেগ পেতে হয়নি চেন্নাইকে। যদিও ম্যাচ গড়ায় ১৮.৪ ওভার পর্যন্ত। মাত্র ৩ উইকেট হারিয়েই ১৩৮ রান তুলে নেয় সিএসকে। চেন্নাই সুপার কিংস এই ম্যাচে জয়ী হয় ৭ উইকেটে এবং ম্যাচের সেরা জাদেজা। 

স্বভাবতই, এই ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে গোটা চেন্নাই ব্রিগেড। আর এই ম্যাচ জিতেই তাঁরা এবার কলকাতায় আসছে, প্রতিপক্ষ নাইট ব্রিগেড। সিএসকে দলের ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগই বেশ ব্যালান্সড। ফলে রীতিমতো কঠিন চ্যালেঞ্জের সামনে যে কলকাতা পড়তে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

অন্যদিকে, শেষ তিনটি ম্যাচেই হেরেছে নাইটরা। প্রথমে হায়দরাবাদ, তারপর মুম্বই (MI) এবং শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে পরাজিত হয় নাইট রাইডার্স (KKR)। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে, ব্যাটিং ভরাডুবি রীতিমতো চিন্তার বিষয় চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) দলের জন্য। যদিও ওপেনার হিসেবে জেসন রয় (Jason Roy) খুব একটা খারাপ শুরু করেননি। সেইসঙ্গে বোলিং বিভাগে সুয়শ শর্মাও (Suyash Sharma) ভরসা যোগাচ্ছেন। তাছাড়া, ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ফর্মে থাকলে যেকোনও দলের জন্যই বিপজ্জনক। এখন দেখার বিষয় এটিই যে, শেষপর্যন্ত কেকেআর চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পায় কিনা।  

Advertisement

অন্যদিকে, এখনও পর্যন্ত ২৭বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৭ বার জিতেছে চেন্নাই এবং মাত্র ৯ বার জিতেছে কলকাতা। একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। ফলে পরিসংখ্যান অনুযায়ী, সিএসকে অনেক এগিয়ে। 

কিন্তু বাইশ গজের যুদ্ধে, পরিসংখ্যানের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পারফরম্যান্স। শেষপর্যন্ত কে জয় ছিনিয়ে আনে, তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে।

Advertisement