scorecardresearch
 

IPL 2023 Rohit Sharma: IPL-এ সমস্ত ম্যাচে খেলবেন না রোহিত, ক্যাপ্টেন্সি করবেন কে?

শুক্রবারই শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023)। বৃহস্পতিবার আইপিএল শুরু হওয়ার আগে ফটশ্যুট ছিল। সেই ছবিতে দেখা যায়নি রোহিত শর্মাকে (Rohit Sharma)। তবে কেন? শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কেউই এই ছবি তোলার সময় সামনে ছিলেন না তাঁরা। তবে এবারের আইপিএল-এ কি সমস্ত ম্যাচে খেলতে পারবেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক? পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই অধিনায়ককে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কিছু ম্যাচে নাও খেলতে পারেন রোহিত। 

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা
হাইলাইটস
  • আইপিএল-এর সব ম্যাচ খেলবেন না রোহিত
  • তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন সূর্যকুমার

শুক্রবারই শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023)। বৃহস্পতিবার আইপিএল শুরু হওয়ার আগে ফটশ্যুট ছিল। সেই ছবিতে দেখা যায়নি রোহিত শর্মাকে (Rohit Sharma)। তবে কেন? শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কেউই এই ছবি তোলার সময় সামনে ছিলেন না তাঁরা। তবে এবারের আইপিএল-এ কি সমস্ত ম্যাচে খেলতে পারবেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক? পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই অধিনায়ককে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কিছু ম্যাচে নাও খেলতে পারেন রোহিত। 

কেন বিশ্রাম দেওয়া হতে পারে রোহিতকে?
এই বছরেই রয়েছে একদিনের বিশ্বকাপ। টানা ম্যাচ খেলার ধকল যাতে রোহিতের ফিটনেসের ব্যাপারে সমস্যা করতে না পারে সেই জন্যই এমন সিদ্ধান্ত নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত বিশ্রামে থাকলে তাঁর জায়গায় মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনিই এখন মুম্বই ইন্ডিয়ান্সের সহ অধিনায়ক। কিছুদিন আগেই বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছিল, আইপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-এর দিকে নজর রাখা হবে। আইপিএল খেলা ১২ জন ক্রিকেটারের উদ্দেশ্যে ও তাদের ফ্রাঞ্চাইজিগুলিকে নির্দেশ পাঠিয়েছে ভারতীয় বোর্ড। আইপিএলে খেললেও বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের উপরও যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আইপিএলের পরেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বোলারদের পাওয়া যায়, তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন: KKR-এর ওপেনার নারিন? মোহালিতে যোগ দিলেন দলের সঙ্গে

সব দলের ফিজিওদের সঙ্গেও কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও নীতিন প্যাটেল ও ভারতীয় দলের ফিজিও সোহম দেশাই। যদিও তালিকাভুক্ত ১২ জন বোলারের মধ্যে থেকে কেউই মুম্বই ইন্ডিয়ান্স দলে নেই। তবুও দেশের কথা ভেবে সতর্ক‌ মুম্বই ইন্ডিয়ান্সও।‌ 

Advertisement

আরও পড়ুন: KKR-এ সুযোগ হবে সাকিব-লিটনের? আশায় বাংলাদেশ

ভারত অধিনায়ক রোহিত শর্মাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) এবং বিশ্বকাপের জন্য সম্পূর্ণভাবে চাঙ্গা রাখতে চান টিম ম্যানেজমেন্ট। তাই রোহিতকে সব ম্যাচে না খেলানোর পক্ষেই মুম্বই শিবির।‌ তবে রোহিতের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেওয়া হলেও ঈশান কিষান কিংবা সূর্যকুমার যাদবের ক্ষেত্রে এমন কোন সিদ্ধান্তের খবর সামনে আসেনি। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আরসিবি। গত মরশুমে একেবারেই ভালো খেলতে পারেনি মুম্বই। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া চারবারের চ্যাম্পিয়নরা।  

   

Advertisement