scorecardresearch
 

Sunil Gavaskar On Hardik Pandya: শেষ ওভারে ২৬ রান, হার্দিকের ক্যাপ্টেন্সি নিয়ে বড় মন্তব্য গাভাস্কারের

মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ফের সমালোচনার মুখে। চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হওয়ার পরে সম্প্রচারকারী সংস্থার হয়ে মাঠের মধ্যে দাড়িয়েই পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন করেন সুনীল গাভাস্কার ও কেভিন পিটারসেন। শেষ ওভারে বল করতে এসে হার্দিক দিলেন ২৬ রান। যা মেনে নিতে পারছেন না গাভাস্কার। তিনি বলেন, 'ভয়াবহ বোলিং। ক্যাপ্টেন্সিও ভয়াবহ। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।' 

Advertisement
হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া

মুম্বই (Mumbai Indians) ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ফের সমালোচনার মুখে। চেন্নাই সুপার কিংসের (Chenai Super Kings) ইনিংস শেষ হওয়ার পরে সম্প্রচারকারী সংস্থার হয়ে মাঠের মধ্যে দাড়িয়েই পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন করেন সুনীল গাভাস্কার ও কেভিন পিটারসেন। শেষ ওভারে বল করতে এসে হার্দিক দিলেন ২৬ রান। যা মেনে নিতে পারছেন না গাভাস্কার। তিনি বলেন, 'ভয়াবহ বোলিং। ক্যাপ্টেন্সিও ভয়াবহ। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।' 

তিনি আরও বলেন, 'শ্রেয়স গোপাল মাত্র এক ওভার বল করল কেন? ও তো বোলার। তাকে দিয়ে আমি মাত্র এক ওভার করাব? এটা ক্যাপ্টেন্সি! আগের ম্যাচে যে (যশপ্রীত বুমরা) এত ভাল বল করল, তাকে নতুন বলটাই দিল না। এটাকে নেতৃত্ব দেওয়া বলে না।' তবে একই মত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের। বলেন, 'কিচ্ছু ঠিক নেই। হার্দিককে টসের সময় দেখছিলাম খুব হাসছে। কিন্তু ও ভেতর থেকে ঠিক নেই। আমি বলছি ও ঠিক নেই। এটা মুম্বইয়ের ঘরের মাঠ। সেখানে ওকে টিটকিরি দেওয়া হচ্ছে। এখানে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে। এটা মেনে নেওয়া কঠিন। ও তো মানুষ। ওর আবেগ আছে। আমি জানি এমন পরিস্থিতিতে কেমন লাগে। গাভাস্কারও জানেন। মায়ান্তিও জানে। এটা মেনে নেওয়া কঠিন। সেটার প্রভাব পড়ছে হার্দিকের উপর।' 

ধোনির সঙ্গে হার্দিককের যে ফারাক অনেক বেশি সে কথাও জানিয়ে দেন পিটারসেন। বলেন, 'একটা দলের অধিনায়ক (ধোনি) পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করছে পরবর্তী অধিনায়ক কে হবে। আর এ দিকে হার্দিকের কাছে এই ম্যাচের জন্য দ্বিতীয় কোনও পরিকল্পনা নেই। ও বুঝতেই পারছে না কী করবে।'    

Advertisement

Advertisement