'সাবাস ডিকে বিশ্বকাপ খেলতে হবে।' এভাবেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ফিনিশার দীনেশ কার্তিককে (Dinesh Karthik) তাতিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। কার্তিক যখন ব্যাট করতে আসেন তখনই স্ট্যাম্প মাইকের সামনে এসে রোহিত এ কথা বলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুরুতে বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল আরসিবি। সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন ডিকে।
দল জিততে না পারলেও, ফিনিশার হিসেবে তিনি বৃহস্পতিবারের ম্যাচেও সফল। মাত্র ২৩ বল খেলেই ৫৩ রান করেন তিনি। শুধু তাই নয় ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সেরা হওয়া জসপ্রীত বুমরার এক ওভারে তুলে নেন ১৯ রান। কার্তিকের দুরন্ত ব্যাটিং-এ ভর করে দলের রান পৌঁছে যায় ১৯৬-তে। স্টাম্প মাইকে শোনা যায় রোহিত বলছেন, 'ওর তো বিশ্বকাপে খেলার কথা। আমরা অবশ্যই ওকে স্কোয়াডে নেওয়ার কথা ভেবে দেখব। শাবাশ। ওর মাথায় এখন বিশ্বকাপই ঘুরছে। ওকে বিশ্বকাপ খেলতে হবে। শাবাশ ডিকে।'
ফিল্ডিং করার সময় রোহিত মাঝেমধ্যেই নানা মজার কথা বলে থাকেন। বৃহস্পতিবারও কার্তিকের সঙ্গে মজা করেই এই কথা বলেছেন রোহিত, এমনটাই মনে করছেন নেটিজেনরা। কারণ বিশ্বকাপের দলে ঢোকার অন্যতম দাবিদার ঈশান কিষানকে শুনিয়েই এই কথাগুলো বলছিলেন রোহিত। যদিও কার্তিকের ঝোড়ো ইনিংস একেবারেই ব্যর্থ হয়। ঈশান কিষান আর সূর্যকুমার যাদবের দাপটে সহজেই ম্যাচ জিতে যায় মুম্বই।
টসে জিতে মুম্বই ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দু প্লেসি ৬১(৪০), রজত পাতিদার ৫০(২৬) এবং দীনেশ কার্তিকের ৫৩(২৩) ব্যাটে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে ব্যাঙ্গালোর। বিরাট মাত্র ৩ রান করেই সাঝঘরে ফেরেন। কিন্তু মম্বইয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে টিকতেই পারল না ব্যাঙ্গালোরের বোলিং অ্যাটাক। সিরাজ, আকাশদীপ, টপলে, ম্যাক্সওয়েল সকলকেই পিটিয়ে ছাতু করেছেন মুম্বইয়ের ব্যাটাররা। ঈশান কিশান ৬৯(৩৪), রোহিত শর্মা ৩৮(২৪), সূর্যকুমার ৫২(১৯) রান করেন। মাত্র ৬ বলে ২১ রান করে শুধু দলের জয় এনে দেওয়া নয়, রান রেটও ভাল জায়গায় নিয়ে যান হার্দিক। মাত্র ১৫.৩ ওভারে ২৭ বল বাকি থাকতে এবং সাত উইকেট হাতে থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই।