রবিবার আইপিএল ফাইনালে মুখোমুখি কলকাতা ও হায়দরাবাদ। এই ম্যাচে কারায় পাবে তা নিয়ে শুরু হয়েছে সমর্থকদের জল্পনা। গোটা আইপিএল জুড়ে দারুণ ছন্দে থাকা কলকাতা অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে তাঁদের দলের দুই স্পিনারদের জন্য। তবে ফাইনাল ম্যাচে কী হবে তা বলা যায় না। এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সে কারণে খেলা পভাবিত হতে পারে। তবে এতকিছু মধ্যেও শাহরুখ খানের দলের হয়ে বাজি ধরে ফেললেন একাধিক গ্র্যামি পুরষ্কার বিজয়ী কানাডিয়ান র্যাপার ড্রেক।
কলকাতা নাইট রাইডার্সের (KKR) উপর তার "প্রথম ক্রিকেট বাজি" রেখেছেন বলে জানিয়েছেন ড্রেক। ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার ড্রেক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এসআরএইচের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচে কলকাতার হয়ে বাজি রাখার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। স্ক্রিনশট দাবি করেছে যে তিনি ২ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার টাকার বাজি রেখেছেন। KKR নয়টি জয়, তিনটি হার এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। লিগে তাদের পয়েন্ট ছিল ২০। কোয়ালিফায়ার ওয়ানে SRH-কে পরাজিত করে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। রাজস্থান রয়্যালস (RR) এর বিপক্ষে কোয়ালিফায়ার টু-তে SRH-কে ৩৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে সঞ্জু স্যামসনরা।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ফাইনাল ম্যাচে প্যাট কামিন্স জিতলে অনন্য ইতিহাস গড়তে পারেন। আইপিএল জেতা বিদেশি দলের অধিনায়কদের সবাই অস্ট্রেলিয়ান। এর আগে শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেভিড ওয়ার্নারের আর এবার কামিন্সের সামনে সুযোগ।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল, কেকেআর-এর কিছু তারকা-সমর্থকও স্টেডিয়ামে উপস্থিত হতে পারেন। এর মধ্যে রয়েছে শাহরুখ এবং তার পরিবার - স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান খান এবং আবরাম খান, মেয়ে সুহানা খান , তার বন্ধু অনন্যা পান্ডে। এছাড়াও বিসিসিআই-এর পক্ষ থেকেও অনেক তারকাকেই আমন্ত্রণ জানানো হতে পারে।