scorecardresearch
 

IPL 2024 Hardik Pandya Gets Punishment: হার্দিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল BCCI, জরিমানার মুখে MI ক্যাপ্টেন, কেন?

পঞ্জাব কিংসের(Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে জিতলেও বড় শাস্তির মুখে পড়তে হল মুম্বই (Mumbai Indians) ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এই মরসুমে প্রথমবার স্লো ওভার রেটের জন্য বড় জরিমানার মুখে পড়তে হল মুম্বই ক্যাপ্টেনকে। ১২ লক্ষ টাকা জরিমানা হল হার্দিকের। বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আইপিএল কোড অফ কন্ডাক্ট অনুসারে, এটাই এই মরসুমে মুম্বইয়ের প্রথম অপরাধ, তাই পান্ডিয়াকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।'

Advertisement
হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া

পঞ্জাব কিংসের(Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে জিতলেও বড় শাস্তির মুখে পড়তে হল মুম্বই (Mumbai Indians) ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এই মরসুমে প্রথমবার স্লো ওভার রেটের জন্য বড় জরিমানার মুখে পড়তে হল মুম্বই ক্যাপ্টেনকে। ১২ লক্ষ টাকা জরিমানা হল হার্দিকের। বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আইপিএল কোড অফ কন্ডাক্ট অনুসারে, এটাই এই মরসুমে মুম্বইয়ের প্রথম অপরাধ, তাই পান্ডিয়াকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।'
      
আইপিএলে জরিমানা করা হয়েছে এই অধিনায়কদের
হার্দিকের আগে, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক শ্রেয়াস আইয়ারও এই শাস্তির মুখে পড়েছিলেন। রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ম্যাচে সময় স্লোওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। স্ লোওভার রেটের কারণে, কেকেআরকে দ্বিতীয় ইনিংসের শেষ ওভারে নির্ধারিত পাঁচজন ফিল্ডারের বিপরীতে চার ফিল্ডার নিয়ে ম্যাচ খেলতে হয়েছিল।

ঋষভ পন্তের বিরুদ্ধে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে...
ঋষভ পন্তের নেতৃত্বে দিল্লি, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ১০৬ রানে হারতে হয়েছিল। সেই ম্যাচে দিল্লি দ্বিতীয়বার স্লো ওভার রেটে বোলিং করে। এর ফলে ঋষভ পন্ত ও দিল্লি ক্যাপিটালসের বড় ক্ষতি হয়েছে। পন্তকে ২৪ লক্ষ জরিমানা করা হয়েছে, এবং দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং ইলেভেনের অন্যান্য সদস্যদের জরিমানা করা হয়েছে।
আসলে, আইপিএলে টানা দ্বিতীয়বার স্লো ওভার রেটরাখার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে, বিসিসিআই পন্ত এবং পুরো দিল্লি ক্যাপিটালস দলকে শাস্তি দিয়েছে। দ্বিতীয়বার আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করলেন পন্ত। এর আগে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ জরিমানা করা হয়েছিল পন্তকে।

১০ এপ্রিল রাজস্থান রয়‍্যালস এবং গুজরাত টাইটান্সের ম্যাচে গিল এবং সঞ্জু স্যামসনকেও জরিমানা করা হয়েছিল। এই ম্যাচে রাজস্থানকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাত। কিন্তু ম্যাচে স্লো ওভার রেটের কারণে সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। শুভমান আইপিএলের প্রথম অধিনায়ক, যাকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছিল। চেন্নাইয়ের বিপক্ষে আইপিএল ম্যাচে নির্ধারিত সময়ে পুরো ওভার শেষ করতে পারেননি গিল।

স্লো ওভার রেটে জরিমানা কত?
আইপিএলে প্রথমবার স্লোওভার রেটের জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। দ্বিতীয়বার, অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দলের সদস্যদের ৮ লক্ষ টাকা অর্থাৎ ম্যাচ ফির ২৫ শতাংশ, তৃতীয়বার একি কাজ করলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন সেই দলের অধিনায়ক।

আরও পড়ুন

Advertisement

Advertisement