scorecardresearch
 

IPL 2024 KKR vs LSG: ২৪ কোটির স্টার্কের পাশেই গম্ভীর, KKR তারকার পাশে দাঁড়িয়ে বললেন...

লখনউ-এর (Lucknow Super Giant) বিরুদ্ধে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কলকাতা (Kolkata Knight Riders)। এই মরসুমে মিনি নিলামে সকলকে চমকে দিয়েছিল মিশেল স্টার্কের (Mitchell Starc) দাম। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কলকাতা। তবে চার ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ১১। দিয়েছেন মোট ১৫৪ রান। তবে স্টার্কের পাশেই দাঁড়িয়েছেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Advertisement
মিশেল স্টার্ক ও গৌতম গম্ভীর মিশেল স্টার্ক ও গৌতম গম্ভীর
হাইলাইটস
  • kkr তারকার পাশে দাঁড়ালেন গম্ভীর
  • ২৪ কোটি টাকায় কেনা হয়েছে অজি বোলারকে

লখনউ-এর (Lucknow Super Giant) বিরুদ্ধে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কলকাতা (Kolkata Knight Riders)। এই মরসুমে মিনি নিলামে সকলকে চমকে দিয়েছিল মিশেল স্টার্কের (Mitchell Starc) দাম। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কলকাতা। তবে চার ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ১১। দিয়েছেন মোট ১৫৪ রান। তবে স্টার্কের পাশেই দাঁড়িয়েছেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

স্টার্কের পাশে দাঁড়ালেন গম্ভীর
শনিবার এই ম্যাচের আগে গম্ভীর বলেন, 'মিচেল স্টার্ক মরসুমের সব থেকে দামি বোলার হলেও এখনও পর্যন্ত সেই ভাবে সফল হতে না পারলেও আমরা চিন্তিত নই। দল তো জিতছে। সব সময় সকলের সময় ভালো যায় না। কেউ ভালো করে, কেউ সফল হয় না। ও দারুণ অভিজ্ঞতা সম্পন্ন বোলার। খুব শীঘ্রই ও নিজের জাত চেনাবে এবং ভালো পারফর্ম করবে। ওর সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা।'

পাশাপাশি দলের তরুন ক্রিকেটারদের ফর্ম নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেন, 'দলের তরুণ ক্রিকেটারদের চাপের মুখে পারফরমেন্সে খুশি মেন্টর গম্ভীর। চাপের মুহূর্তে দলের তরুণ ক্রিকেটার দারুন পারফর্ম করছে। এটা দলের জন্য খুবই ভালো ব্যাপার। দল যে সঠিক পথে রয়েছে এটা তারই প্রমাণ। কোচ বা মেন্টর শুধু মুখে পরামর্শ দিতে পারে। মাঠে গিয়ে খেলতে হয় ক্রিকেটারদেরই। আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো। ভালো ড্রেসিংরুম থাকলে উইনিং ড্রেসিংরুম হয়।' 

আরও পড়ুন

গত মরসুমে দুই ম্যাচ হারতে হলেও, লখনউয়ের প্রশংসা করেছেন কেকেআর মেন্টর। তিনি বলেন, 'ওরা যেমন খুবই ভালো দল আমাদের দলও যথেষ্ট ভালো। গত দুইবার ওদের বিরুদ্ধে হারলেও এটা সম্পূর্ণ একটা নতুন ম্যাচ। নতুন দিন। দুই দলই স্কোরবোর্ডে শূন্য থেকে শুরু করবে। তাই অতীতে কী হয়েছে, সেই নিয়ে ভাবতে আমরা চাই না। আগামীকালের ম্যাচে ভালো খেলাই আমাদের একমাত্র লক্ষ্য।'   

Advertisement

Advertisement