জয়ের হ্যাটট্রিক দিয়ে মুরসুম শুরু করলেও, চতুর্থ ম্যাচে ধাক্কা খেয়েছে কেকেআর (KKR)। চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছে তাঁরা। রবিবার ইডেন গার্ডেন্সে লখনউয়ের (LSG) বিরুদ্ধে খেলতে নামছেন শ্রেয়াস আইয়াররা। সেই ম্যাচে দল কেমন হবে তা নিয়ে আলোচনায় মেতেছেন নাইট সমর্থকরা।
মনে করা হচ্ছে, এই ম্যাচে মিশেল স্টার্কের দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ থাকলেও তাঁকে রবিবারের ম্যাচে রেখে দেওয়া হতে পারে। তবে স্টার্কের সামনে বড় পরীক্ষা। কারণ, ইডেনে প্রচুর রান হয়। এর মধ্যেই তাঁকে ভাল বল করে প্রমাণ করতে হবে। প্রথম দুই ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান দিয়েছিলেন স্টার্ক। তৃতীয় ম্য়াচে দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ২৫ রান ২ উইকেট নিয়েছিলেন স্টার্ক। যদিও সেই ম্যাচে ২৭২ রানের পাহাড়প্রমাণ চাপ ছিল দিল্লির ব্যাটারদের উপর। সিএসকের বিরুদ্ধে ৩ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি স্টার্ক।
পাশাপাশি নীতিশ রানাও এই ম্যাচে খেলতে পারবেন না। এখনও সুস্থ হতে পারেননি তিনি। পরের ম্যাচে তাঁকে ফেরানো হয় কিনা সেটাও দেখার। কেকেআর ভাইস ক্যাপ্টেন এখনও অবধি কেবল এক্টাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
দুই দলের সম্ভাব্য একাদশ
কেকেআর- ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (সি), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায় (১২তম ব্যক্তি)
এলএসজি- কুইন্টন ডি কক, কেএল রাহুল (সি এবং উইকে), দেবদত্ত পাডিঞ্চল, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আরশাদ খান, রবি বিষ্ণোই, নবীন উল হক, যশ ঠাকুর, দীপক হুডা (১২তম ব্যক্তি)