মুম্বইকে ১২ বছর পর ওয়াংখেড়েতে হারাল কেকেআর। একাই ৪ উইকেট তুলে নিলেন স্টার্ক। MI-কে ২৪ রানে হারাল KKR। বড় রান করতে না পারলেও, বল হাতে সফল কেকেআর বোলাররা। মুম্বই এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে। আর এই ম্যাচ জিতে শীর্ষে থাকা রাজস্থানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলল কলকাতা।
চতুর্থ উইকেট হারাল মুম্বই
আউট হলেন তিলক ভর্মা। ৬১ রানে ৪ উইকেট হারাল MI।
পরপর ২ উইকেট হারাল মুম্বই
এবার আউট রোহিত শর্মাও। ৪৬ রানে ৩ উইকেট হারাল মুম্বই। বরুণ চক্রবর্তীর পর উইকেট পেলেন নারাইনও।
আউট ঈশান
উইকেট এনে দিলেন স্টার্ক। বোল্ড ঈশান কিশান। ১৬ রানে প্রথম উইকেট হারাল MI
ভেঙ্কটেশের ইনিংসে ভর করে ১৭০ রান কেকেআর-এর
মুম্বইয়ের সামনে বড় টার্গেট দিতে পারল না কলকাতা।
৫০ করে ফেললেন ভেঙ্কটেশ আইয়ার
দারুণ ইনিংস ভেঙ্কটেশের। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটা চার ও একটা ছক্কা।
৫ উইকেটে ১০০ পেরল কেকেআর
৫ উইকেট হারালেও ১০০ করে ফেলল কেকেআর।
এবার আউট রিঙ্কু সিংও
আট বলে ৯ রান করে পিয়ুশ চাওলার বলে আউট হলেন রিঙ্কু।
৫০ পেরল কলকাতা
চার উইকেট হারিয়েই ৫০ পেরিয়ে গেল কলকাতা। উইকেটে রিঙ্কু সিং ও বেঙ্কটেশ আইয়ার।
চার উইকেট হারাল কেকেআর
এবার আউট সুনীল নারিন। উইকেট নিলেন মুম্বই ক্যাওটেন হার্দিক পান্ডিয়া। আট বলে আট রান করে বোল্ড হলেন ক্যারেবিয়ান ওপেনার। ৪৩ রানে ৪ উইকেট কেকেআর-এর।
মুম্বই ইন্ডিয়ান্স: ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ড্য (সি), নমন ধীর, টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জাসপ্রিত বুমরাহ, নুয়ান থুশারা।
ইমপ্যাক্ট সাব: রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেফার্ড।
কলকাতা নাইট রাইডার্স: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (সি), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট সাব: অনুকুল রায়, মনীশ পান্ডে, শ্রীকর ভারত, শেরফেন রাদারফোর্ড, চেতন সাকারিয়া