scorecardresearch
 

IPL 2024 KKR vs RCB: টানটান শেষ ওভার, ৩ ছক্কা, ২ উইকেট; জিতে বিরাটদের 'বাড়ি পাঠাল' কলকাতা

শেষ ওভারে জমজমাট নাটক। সকলেই যখন ভেবেছিলেন এই ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছে আরসিবি তখনই বদলে গেল খেলার চিত্র। আন্দ্রে রাসেল আর মিশেল স্টার্কের শেষ ওভারে ভর করে আরসিবি-র বিরুদ্ধে মাত্র ১ রানে জয় তুলে নিল কেকেআর। গোটা ম্যাচে ভাল করতে পারেননি অজি পেস বোলার। তবে শেষ ওভারে করণ শর্মাকে কট অ্যান্ড বোল্ড করে ম্যাচ পকেটে পুরে নেন তিনি। ২০০ করে রবিবারও খুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন শ্রেয়াস আইয়াররা তেমনটা একেবারেই বলা যাবে না। শেষ ওভার অবধি চাপ ছিল।

Advertisement
বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও কেকেআর বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও কেকেআর

শেষ ওভারে জমজমাট নাটক। সকলেই যখন ভেবেছিলেন এই ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছে আরসিবি (Royal Challengers Bangalore) তখনই বদলে গেল খেলার চিত্র। আন্দ্রে রাসেল আর মিশেল স্টার্কের শেষ ওভারে ভর করে আরসিবি-র বিরুদ্ধে মাত্র ১ রানে জয় তুলে নিল কেকেআর (Kolkata Knight Riders)। গোটা ম্যাচে ভাল করতে পারেননি অজি পেস বোলার। তবে শেষ ওভারে করণ শর্মাকে কট অ্যান্ড বোল্ড করে ম্যাচ পকেটে পুরে নেন তিনি। ২০০ করে রবিবারও খুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন শ্রেয়াস আইয়াররা তেমনটা একেবারেই বলা যাবে না। শেষ ওভার অবধি চাপ ছিল।

শেষ ওভারে কী ঘটল?
শেষ ওভার যখন স্টার্ক বল করতে আসেন সেই সময় ২০ রান দরকার ছিল আরসিবির। তবে ফর্মে থাকা দীনেশ কার্তিক আউট হন ১৮ তম ওভারের শেষ বলে। তখন সকলেই মনে করেছিলেন ম্যাচ বোধহয় হেরেই গেল আরসিবি। করণ শর্মা সকলকে চমকে দেন। ব্যাট করতে এসেই ছক্কা মারেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। অজি বোলারের ফুল লেংথ বল চলে যায় বাউন্ডারির বাইরে। দ্বিতীয় বলেও বড় শট খেলতে গিয়েছিলেন করণ। তবে রান আসেনি। তৃতীয় বলে ফের ছক্কা মারেন করণ। আবার ফুল বল পেয়ে তা উড়িয়ে দেন এক্সট্রা কভারের উপর দিয়ে। 

চতুর্থ বল উড়ে যায় ফের ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। আবারও ছক্কা মারেন করণ। তবে শেষ রক্ষা হয়নি। পঞ্চম বলে যখন তিন রান দরকার তখনই কট অ্যান্ড বোল্ড হন করণ। আর তাতেই সমস্ত আশা শেষ হয় আরসিবির। শেষ বলে দুই রান নিয়ে খেলা সুপার ওভারে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা হয়নি। লকি ফার্গুসন রান আউট হন।

Advertisement

এ দিন প্রথমে ব্যাট করে ২২২ রান করে কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই বিরাট কোহলির উইকেট হারালেও, দাপিয়ে ব্যাট করতে থাকেন আরসিবি-র অন্য ব্যাটাররা। দারুণ ইনিংস খেলেন রজত পাতিদার ও উইল জ্যাকস। তবে শেষ রক্ষা হয়নি। এই দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করে আন্দ্রে রাসেলের বলে আউট হন।        

আরও পড়ুন

Advertisement