scorecardresearch
 

IPL 2024 Mitchell Starc: দুই ম্যাচে উইকেট নেই, লজ্জার সেঞ্চুরি ২৪.৭৫ কোটির স্টার্কের

আবারও ব্যর্থ মিশেল স্টার্ক (Mitchell Starc)। এবারের আইপিএল-এর (IPL 2024) নিলামে ২৪.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান। আর শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামেও উইকেট পাননি তিনি। চার ওভারে দিয়েছেন ৪৭ রান। ফলে এবারের আইপিএল-এ আট ওভার বল করে ১০০ রান দিয়ে ফেলেছেন তিনি। 

Advertisement
মিশেল স্টার্ক মিশেল স্টার্ক
হাইলাইটস
  • দুই ম্যাচে ১০০ রান খেলেন স্টার্ক
  • ২৪.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছে KKR

আবারও ব্যর্থ মিশেল স্টার্ক (Mitchell Starc)। এবারের আইপিএল-এর (IPL 2024) নিলামে ২৪.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান। আর শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামেও উইকেট পাননি তিনি। চার ওভারে দিয়েছেন ৪৭ রান। ফলে এবারের আইপিএল-এ আট ওভার বল করে ১০০ রান দিয়ে ফেলেছেন তিনি। 

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। এদিনও তাঁকে বেধড়ক পিটিয়েছেন বিরাট কোহলিরা। ফলে একেবারেই খুশি নন কেকেআর সমর্থকরা। চিন্নাস্বামীর স্লো উইকেটে জোরে বল করার খেসারত দিতে হোল তাঁকে। 

যদিও কেকেআর ম্যানেজমেন্টের আশা তিনি ফেরত আসবেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে কলকাতার বোলিং কোচ ভরত অরুণকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'স্টার্ক দুর্দান্ত বোলার আমাদের আশা ও তাড়াতাড়ি নিজের ফর্মে ফেরত আসবে। ও ভাল জানে ওকে ঠিক কী করতে হবে।'

আরও পড়ুন

এই ম্যাচে টস জিতে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্ধারিত ২০ ওভারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে। এই ম্যাচে ৮৩ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। শেষবেলায় ৮ বলে ২০ রানের আরও একটি ধামাকাদার ইনিংস উপহার দিলেন দীনেশ কার্তিক। কেকেআর বোলারদের মধ্যে দুটো করে উইকেট নেন হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল। এছাড়া একটি উইকেট শিকার করেছেন সুনীল নারিন। স্টার্ক খারাপ বোলিং করলেও জিততে সমস্যা হয়নি কলকাতার। সাত উইকেটে RCB-র রান তাড়া করেন ভেক্ঙটেশ আইয়াররা। রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে ছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন। এই জয়ের ফলে দুই ম্যাচের দুটিতেই জিতল কলকাতা।      

Advertisement

    

Advertisement