চেন্নাইকে (Chennai Super Kings) হারাতে পারলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে কেকেআর (Kolkata Knight Riders)। চিপকে অনুষ্ঠিত এই ম্যাচে স্পিনারদের যে একটা বড় ভূমিকা থাকবে তা আন্দাজ করাই যায়। কেকেআর দলে আসতে পারেন সুয়াশ শর্মা (Suyash Sharma)। চেন্নাই দলে বেবি মালিঙ্গা পাথিরানাও সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই ম্যাচে খেলতে নামার আগে চার নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
লিগ টেবিলের শীর্ষে রাজস্থান
রবিবার লখনউ সুপার জায়ান্ট, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫। অপরদিকে, দুই ম্যাচ জেতার পর ২ ম্যাচ হার চার নম্বরে নামিয়ে দিয়েছে চেন্নাইকে। সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭। লিগ টেবিলের শীর্ষে তাকা রাজস্থান পেয়েছে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট। তাদের নেট রানরেট +১.১২০। কেকেআর এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে। তবে কেকেআরকে শীর্ষস্থান ফের দখল করতে হলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
কীভাবে ফ্রিতে দেখা যাবে এই ম্যাচ?
সোমবার রাত সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। ফ্রিতেই ক্রিকেট প্রেমীরা ম্যাচ উপভোগ করতে পারবেন। টিভিতে স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচ। আর ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে হলে জিও টিভি ইনস্টল করতে হবে।