আইপিএল-এর প্লে অফে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং চেন্নাই সুপার কিংস (CSK)। এই ম্যাচ জিততেই হবে দুই দলকে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই ম্যাচে বৃষ্টি হতে পারে।
সোমবার (১৩ মে) আহমেদাবাদে গুজরাত টাইটানস (জিটি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। দুই দলই একটি করে পয়েন্ট পায়। এর জেরে প্লে অফের লড়াই থেকে ছিটকে যায় শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত দল।
ম্যাচ ভেস্তে গেলে আরসিবির আশা শেষ হবে
চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কার লাভ হবে আর কার ক্ষতি হবে? এই ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন আরসিবি দল বড় ধাক্কা খাবে। আরসিবি এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে। চয় নম্বরে রয়েছে বিরাট কোহলির দল। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে, শেষ ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হবে। তাও আবার বড় ব্যবধানে।
চেন্নাই দলও সমস্যায় পড়বে
অন্যদিকে, রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই দল এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এটাই তাদের গ্রুপের শেষ ম্যাচ, বৃষ্টিতে ভেসে গেলে চেন্নাই পাবে ১ পয়েন্ট। ফলে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে কিছুটা সুবিধা পাবে চেন্নাই। তবে ম্যাচ জিতলে আরও বেশি লাভবান হবে ইয়েলো আর্মি। প্লে অফে তাদের যাওয়া নিশ্চিত হয়ে যেত।
বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
এ দিকে, মঙ্গলবার (১৪ মে) আবহাওয়া দফতরের দেওয়া আপডেট আরসিবি ভক্তদের উত্তেজনা বাড়াতে চলেছে। আবহাওয়া দফতরের মতে, বেঙ্গালুরুতে ১৪ থেকে ১৮ মে এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে ম্যাচ হাওয়া নিয়ে সংশয় বাড়ছে।