scorecardresearch
 

IPL 2024: বড় ধাক্কা মুম্বইয়ের, IPL থেকে ছিটকে যেতে পারেন আরেক তারকা

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়ে গেল জল্পনা। ইনস্টা স্টোরিতে হার্টব্রেকের ইমোজি দিয়েছেন তিনি। আইপিএল-এর (IPL 2024) আগেই শোনা যাচ্ছে, চোট রয়েছে সূর্যকুমারের। সেই কারণেই কি তিনি এমন ইমোজি দিলেন সোশ্যাল মিডিয়ায়? তা নিয়ে সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ২৪ মার্চ তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে। 

Advertisement
মুম্বই ইন্ডিয়ান্স মুম্বই ইন্ডিয়ান্স
হাইলাইটস
  • IPL থেকে কি ছিটকে যাবেন সূর্যকুমার?
  • বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়ে গেল জল্পনা। ইনস্টা স্টোরিতে হার্টব্রেকের ইমোজি দিয়েছেন তিনি। আইপিএল-এর (IPL 2024) আগেই শোনা যাচ্ছে, চোট রয়েছে সূর্যকুমারের। সেই কারণেই কি তিনি এমন ইমোজি দিলেন সোশ্যাল মিডিয়ায়? তা নিয়ে সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর বেশ কিছুদিন মাঠের বাইরেই থাকতে হবে সূর্যকে। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ২৪ মার্চ তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে।

সূর্যকুমারের ফিট হতে কতদিন সময় লাগবে?

এখনই বলা সম্ভব হচ্ছে না সূর্যকুমারের মাঠে ফিরতে ঠিক কতদিন সময় লাগতে পারে। তবে মনে করা হচ্ছে, আইপিএল-এর আগে বিরাট ধাক্কা খেয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। মিডিয়া রিপোর্ট অনুসারে, সূর্যকুমার যাদবের আজ (১৯ মার্চ) ফিটনেস পরীক্ষা ছিল। খবর, তিনি জাতীয় ক্রিকেট একাডেমি (NCA) থেকে অনুমোদন পাননি। এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৪-এর অর্ধেক ম্যাচের বাইরে থাকতে পারেন সূর্য। 

আরও পড়ুন

২০২৩-এর ডিসেম্বরে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সূর্যকুমার। জোহেনেসবার্গে শেষবার টি২০ ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। গোড়ালির চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয়। জানুয়ারি মাসে তাঁর কুঁচকিতে অস্ত্রোপচার হয়। শেষ ছয় মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সূর্য। সেই কারণেই এই মরসুমেও তিনি বেশ গুরুত্বপূর্ণ হতে পারেন। আমেদাবাদের ম্যাচের আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে সেই ম্যাচেও হয়ত সূর্যকুমারকে পাবেন না হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। 

সূর্যকুমারের ইনস্টাগ্রাম স্টোরি
সূর্যকুমারের ইনস্টাগ্রাম স্টোরি

সূর্যকুমারকে নিয়ে কোনও আপডেট দিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার। কারণ তাঁকে নিয়ে এখনই কিছু আপডেট দিতে পারেনি ভারতীয় দল। সূর্যকুমার এখন ভারতীয় দলের তত্ত্বাবধানে রয়েছেন। বাউচার বলেন, 'সূর্য এই মুহুর্তে ভারতীয় ক্রিকেট দলের নির্দেশনায় রয়েছেন। শুধু সেই বিষয়ে আপডেটের জন্য অপেক্ষা করছি। আমাদের একটি বিশ্বমানের মেডিকেল টিম আছে যা এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ, অতীতে, আমাদের কিছু ফিটনেস সমস্যা ছিল।' 

Advertisement

এখনও পর্যন্ত ২৭০ টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার ৩৫.৫৫ গড়ে এবং ১৫২.০৯ স্ট্রাইক-রেটে ৬৯৬৯ রান করেছেন। ৫টি সেঞ্চুরি এবং ৪৬টি হাফসেঞ্চুরি রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই ৫ বার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এবার জিততে পারলে ৬ বার ট্রফি জেতা হয়ে যাবে মুম্বইয়ের। সেটাই এখন দেখার। তবে রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছেন। তা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু কীভাবে এই দল চ্যাম্পিয়ন হতে পারে সেটাই দেখার।                                       

Advertisement