আইপিএল রিটেনশনে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে ধরে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার রিটেনশন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল ১০টি ফ্র্যাঞ্চেইজি। সেখানে দেখা গেল শ্রেয়াসকে ধরে রাখতে পারল না কলকাতা। এবার প্রশ্ন হল, ক্যাপ্টেন হবেন কে? তবে তার আগে দেখে নেওয়া যাক, কাদের ধরে রাখল কেকেআর?
কেকেআর দলে কারা?
সুনীল নারিন (১২ কোটি)
রিংকু সিং (১৩ কোটি)
আন্দ্রে রাসেল (১২ কোটি)
বরুণ চক্রবর্তী (১২ কোটি)
হর্ষিত রানা (৪ কোটি)
রমনদীপ সিং (৪ কোটি)
হাতে কত টাকা থাকল কেকেআর-এর
এবার আইপিএল-এর মেগা নিলামে প্রুর টাকা নিয়ে নামতে পারবে কলকাতা। শাহরুখ খানের দলের হাতে থাকবে ৬৩ কোটি টাকা। তাঁরা ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে। ফলে আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেনি কলকাতা। গত মরসুমে গৌতম গম্ভীর ও শ্রেয়াস আইয়ারের হাত ধরে তৃতীয় আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা। আর এবার সেই জুটি আগেই ভেঙে গিয়েছিল গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে যোগ দেওয়ায়। আর এবার থাকলেন না সেই জুটির বাকি সদস্যও। শোনা গিয়েছিল, শ্রেয়াসকে বোঝানোর অনেক চেষ্টা চালিয়েছিল কেকেআর। তবে তাতেও লাভ হয়নি। তবে এখনও কেকেআর নিলামে তাঁকে নিতে পারে।
কে হতে পারেন কেকেআর ক্যাপ্টেন?
শুধু শ্রেয়াস নন, বিভিন্ন দল ছেড়েছে বিভিন্ন তারকাকে। সেই তালিকায় কেএল রাহুল যেমন আছেন,তেমনই রয়েছেন রয়েছেন ঋষভ পান্ত। পান্ত গত কয়েক বছর ধরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। চোট পাওয়ার পর গত আইপিএলেই ফিরেছেন তিনি। সেই অধিনায়ককেও রাখল না দিল্লি। তাদেরও কোচ বদলেছে। সেই কারণেই হয়তো এ বার নতুন কাউকে অধিনায়ক করার কথা ভাবছে তারা।
গত বারের খারাপ পারফরম্যান্সের পর এ বার যে লখনউ সুপার জায়ান্টস রাহুলকে রাখবে না তা প্রায় পরিষ্কার ছিল। গত বার মাঠেই দলের মালিক সঞ্জীব গোয়েন্কা ধমক দিয়েছিলেন রাহুলকে। তার পরেই জানা গিয়েছিল, রাহুলও দলে থাকতে চাইছেন না। এ বার আরও এক বার নিলামে নামবেন তিনি।