scorecardresearch
 

IPL Final 2024 KKR vs SRH: IPL থেকে মালামাল হওয়ার শেষ সুযোগ, এভাবে সাজান KKR vs SRH ফাইনালের ফ্যান্টাসি দল

রবিবার মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে কেকেআর ও এসআরএইচ। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে দুই দলেই খুব একটা বদল হওয়ার সম্ভাবনা নেই। কারণ জেতা দল ধরে রাখতে চাইবে দুই দলই। তবে রবিবার চিপকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে ফাইনাল ম্যাচে। ফলে বিঘ্ন হতে পারে ম্যাচ। শনিবার বৃষ্টির জেরে অনুশীলন কোর্টে পারেনি কোনও দলই। তবে চিন্তার কারণ নেই, রবিবার ফাইনাল ম্যাচ না হলে সোমবারও খেলা হবে। কারণ ফাইনালে রিজার্ভ ডে রয়েছে।  

Advertisement
IPL 2024 ফাইনাল, KKR VS SRH (Photo-AP) IPL 2024 ফাইনাল, KKR VS SRH (Photo-AP)

রবিবার মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে কেকেআর ও এসআরএইচ। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে দুই দলেই খুব একটা বদল হওয়ার সম্ভাবনা নেই। কারণ জেতা দল ধরে রাখতে চাইবে দুই দলই। তবে রবিবার চিপকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে ফাইনাল ম্যাচে। ফলে বিঘ্ন হতে পারে ম্যাচ। শনিবার বৃষ্টির জেরে অনুশীলন কোর্টে পারেনি কোনও দলই। তবে চিন্তার কারণ নেই, রবিবার ফাইনাল ম্যাচ না হলে সোমবারও খেলা হবে। কারণ ফাইনালে রিজার্ভ ডে রয়েছে।  

কেকেআর এবং এসআরএইচ-এর মধ্যে হেড টু হেড ম্যাচ
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স সবসময়ই এগিয়ে রয়েছে। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের মধ্যে ২৭টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে কেকেআর ১৮টি ম্যাচ জিতেছে। হায়দরাবাদ জিতেছিল ২০০৯ সালে। গত ৫ ম্যাচেও কেকেআরের দাপট দেখা গেছে। জিতেছে ৪টি ম্যাচে, হেরেছে ১টিতে। চলতি মরসুমে দুই দলের মধ্যে দুটি ম্যাচ হয়েছে, সেখানেও জয় পেয়েছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্লেয়িং-১১: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্লেয়িং-১১: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, রাহুল ত্রিপাঠি, এ ইডেন মার্করাম, নীতীশ কুমার রেডিড, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি. নটরাজন।

কেমনভাবে সজাবেন ফ্যান্টাসি দল- হেনরিক ক্লাসেন, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা (ভিসি), রাহুল ত্রিপাঠি, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন (সি), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, টি নটরাজন, বরুণ চক্রবর্তী


কে সবচেয়ে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে?
মুম্বই ইন্ডিয়ান্স: ৫ বার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০) ক্যাপ্টেন রোহিত শর্মা
চেন্নাই সুপার কিংস: ৫ বার (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩) ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি
কলকাতা রাইডার্স: ২ বার (২০১২ এবং ২০১৪) ক্যাপ্টেন গৌতম গম্ভীর
সানরাইজার্স হায়দরাবাদ: ১ বার (২০১৬) ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার
ডেকান চার্জার্স: ১ বার (২০০৯) ক্যাপ্টেন অ্যাডাম গিলক্রিস্ট
রাজস্থান রয়‍্যালস:  (২০০৮) ক্যাপ্টেন শেন ওয়ার্ন।
-

Advertisement

Advertisement