scorecardresearch
 

Ishan Kishan: IPL-এ ঈশানকে দেখা যাবে না? BCCI-শাস্তির প্রমাদ গুনছে মুম্বই ইন্ডিয়ান্স

বড় শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঈশান কিষান। আইপিএল-এ কি খেলতে পারবেন তিনি? ঈশান না খেললে বড় ধাক্কা হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের। রঞ্জিতে ঝাড়খন্ডের হয়ে মাঠে নামেননি তিনি। শুক্রবার রঞ্জির ফাইনাল রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে। কিন্তু এই ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। বিসিসিআই তাঁর এই মানসিকতা একদম পছন্দ করছে না। 

Advertisement
ঈশান কিশান ঈশান কিশান
হাইলাইটস
  • বড় শাস্তি হতে পারে ঈশানের
  • বিসিসিআই-এর নির্দেশ মানেননি ঈশান

বড় শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঈশান কিষান। আইপিএল-এ কি খেলতে পারবেন তিনি? ঈশান না খেললে বড় ধাক্কা হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের। রঞ্জিতে ঝাড়খন্ডের হয়ে মাঠে নামেননি তিনি। শুক্রবার রঞ্জির ফাইনাল রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে। কিন্তু এই ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। বিসিসিআই তাঁর এই মানসিকতা একদম পছন্দ করছে না। 

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন উইকেটরক্ষক ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটেও খেলছেন না তিনি। মিডিয়ায় তাঁকে ঘিরে জল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতিতেই ফের খবরের শিরোনামে উঠে এলেন তারকা ব্যাটসম্যান ঈশান কিষান। রঞ্জিতে শুক্রবার জামশেদপুরে ঝাড়খন্ডের চূড়ান্ত রাউন্ডের ম্যাচে অংশ নেননি তিনি। আর এই নিয়েই জল্পনা। বিসিসিআই যে তাঁর এই আচরণ একেবারে পছন্দ করবে না তা কার্যত স্পষ্ট। ঈশানকে ঠিক কোন কারণে দল থেকে বাদ দেওয়া হয় তা নিয়েও জল্পনা ছিল।

তাঁর একাধিক স্যোশাল মিডিয়া পোস্ট দেখে সবাই ভেবেছিলেন বিসিসিআই এর সঙ্গে তাঁর নিশ্চয়ই মনোমালিন্য হয়েছে। হেড কোচ রাহুল দ্রাবিড় এই ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বটে। তাতে কোনও লাভ হয়নি যদিও। উল্লেখ্য, এখন জাতীয় দলে খেলার জন্য লাল বলের ক্রিকেট খেলতেই হবে। এমনই নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংসস্থা। এও জানিয়ে দেওয়া হয় যে, এর জন্য কোনও অজুহাত সহ্য করা হবে না। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর আগে এই ঘোষণা করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন

তাঁর এই ঘোষণার পর নিশ্চিত হওয়া যায় যে ঈশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহাররা সরাসরি আইপিএল না খেলে রঞ্জি খেলবেন। কিন্তু দেখা গেল সম্পূর্ণ উল্টো ঘটনা। বিসিসিআই সচিবের নির্দেশ কার্যত অমান্য করলেন ঈশান কিষান। যেন তাঁর কোনও হেলদোলই নেয় এই নিয়ে। তিনি নিজের মতোই ব্যস্ত। যেখানে জয় শাহ স্পষ্ট বলে দিয়েছেন যে, এই ক্ষেত্রে কোনও অজুহাত সহ্য করা হবে না। এরপরেও রঞ্জিতে খেলছেন না তিনি। তাঁকে নিয়ে বিসিসিআই এর ক্ষোভ যে আরও বেড়ে যাবে তা একপ্রকার নিশ্চিত। এর ফলে তাঁর জাতীয় দলের ক্যারিয়ারেও যে গভীর প্রভাব পড়তে চলেছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় ঈশান নিজের জেদ ধরেই বসে থাকেন, নাকি রঞ্জিতে ফিরে আসেন দলে সুযোগ পাওয়ার জন্য। বরফ গলবে কী না সেটা তো সময়ই বলবে।

Advertisement

Advertisement